খাজাকে ভর্ৎসনার সিদ্ধান্ত বহাল আইসিসির

অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনার উসমান খাজাসিএ

পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে কালো বাহুবন্ধনী পরে খেলায় অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজাকে আইসিসির ভর্ৎসনার সিদ্ধান্ত বহাল থাকছে। ৩৭ বছর বয়সী খাজা আইসিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন। কিন্তু বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তাঁর সব যুক্তিতর্ক প্রত্যাখ্যান করতে চলেছে। মেলবোর্নভিত্তিক দৈনিক দ্য এজের বরাত দিয়ে এ–সংক্রান্ত একটি প্রতিবেদন করেছে ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’।

গত ডিসেম্বরে পার্থে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের স্লোগানসংবলিত জুতা পরে খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। জুতায় লেখা ছিল ‘স্বাধীনতা একটি মানবাধিকার’ ও ‘সবার জীবনই গুরুত্বপূর্ণ’। কিন্তু বিষয়টিকে ‘রাজনৈতিক’ ইস্যু হিসেবে বিবেচনা করে খাজাকে স্লোগানসংবলিত লেখা নিয়ে খেলার অনুমতি দেয়নি আইসিসি।

তবে খাজা ভিডিও বার্তায় আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন এবং গত ১৪ ডিসেম্বর পার্থ টেস্ট শুরুর আগে অনুশীলনের সময় স্লোগানসংবলিত জুতা পরে মাঠে নামেন। যদিও জুতার ওপর লেখা বার্তাটা টেপ দিয়ে ঢেকে রাখেন।

পার্থ টেস্টে কালো বাহুবন্ধনী পরে খেলেছেন উসমান খাজা
এক্স

তবে ম্যাচ চলাকালীন তাঁকে কালো বাহুবন্ধনী পরে থাকতে দেখা যায়। এ ক্ষেত্রেও তিনি আইসিসির অনুমোদন নেননি। ফলে মেলবোর্নে দ্বিতীয় টেস্ট শুরুর আগে আইসিসি তাঁর বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনে এবং ন্যূনতম শাস্তি হিসেবে ভর্ৎসনা করে।

আরও পড়ুন

‘ব্যক্তিগত শোক’ থেকে কালো বাহুবন্ধনী পরেছিলেন জানিয়ে খাজা আইসিসির শাস্তির বিরুদ্ধে আপিল করেন। সে সময় বলেন, ‘আমি আইসিসির নিয়ম ও অতীত উদারহরণ অনুসরণ করেই কালো বাহুবন্ধনী পরেছি। অনেকেই তার ব্যাটে স্টিকার লাগিয়ে, জুতায় নাম লেখে খেলেছে। তখন তো কাউকে আইসিসির অনুমতি নিতে হয়নি, এমনকি তাদের তিরস্কারও করা হয়নি। আমি আইসিসির নিয়মকে শ্রদ্ধা করি। কিন্তু আমি তাদের জিজ্ঞেস করব, নিয়মটা সবার ক্ষেত্রে ন্যায়সংগত কি না।’

জুতায় শান্তির প্রতীক পায়রা নিয়ে অনুশীলন করেছেন খাজা। কিন্তু তাঁকে এই প্রতীক নিয়েও খেলার অনুমতি দেয়নি আইসিসি
এএফপি

পার্থ টেস্টে কালো বাহুবন্ধনী পরে খেলায় আইসিসির ভর্ৎসনার পর মেলবোর্ন টেস্টে শান্তির প্রতীক পায়রা ধারণ করে খেলতে চেয়েছিলেন খাজা। কিন্তু পায়রা প্রতীক পরেও খেলার অনুমতি দেওয়া হয়নি। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এ ক্ষেত্রে খাজার পাশে দাঁড়িয়েছে। জানিয়েছে, তিনি চাইলে বিগ ব্যাশ লিগের ম্যাচে পায়রা প্রতীক পরে খেলতে পারেন।