বিব্রতবোধ করছেন ওয়াসিম আকরাম

পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরামছবি : আইসিসি

ভারত অধিনায়ক রোহিত শর্মার টস নিয়ে প্রশ্ন তুলেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সিকান্দার বখত। তাঁর মতে, টসের সময় মুদ্রা দূরে ফেলার মাধ্যমে চতুরতার আশ্রয় নেন রোহিত।

পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা বখতের এমন মন্তব্যে খুবই বিরক্ত। ওয়াসিম আকরাম তো নিজের দেশের সাবেক ক্রিকেটারের এমন মন্তব্যে বিব্রতবোধ করছেন বলেও মন্তব্য করেছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক অনুষ্ঠানে বখত বলেছেন, ‘আমি কি একটা ষড়যন্ত্র তত্ত্ব দিতে পারি? টসের সময় রোহিত প্রতিপক্ষ অধিনায়কের চেয়ে দূরে কয়েন (মুদ্রা) নিক্ষেপ করে। যাতে প্রতিপক্ষ অধিনায়ক তার চাওয়া অনুসারে কয়েন উঠেছে কি না, দেখতে না যায়।’ অনুষ্ঠানে বলা কথাগুলোর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্সে’ও প্রকাশ করেন বখত।

৬৬ বছর বয়সী বখতের এমন মন্তব্য আলোচনারও যোগ্য নয় বলে মনে করেন পাকিস্তানের তিন সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম, মঈন খান ও শোয়েব মালিক। ‘এ স্পোর্টসে’র অনুষ্ঠানে প্রসঙ্গটি উঠলে আকরাম বলেন, ‘কয়েন নিক্ষেপের পর কোন জায়গায় পড়বে, এটা কে নির্ধারণ করে? এ ক্ষেত্রে যেটা হয় স্পন্সরশিপের জন্য। (এটা নিয়ে) আমি বিব্রতবোধ করছি। এমনকি এ বিষয়ে কোনো মন্তব্যও করতে চাচ্ছি না।’ আকরামের মতে শোয়েব মালিকের মন্তব্যও একই, ‘এটা নিয়ে আলোচনাই করা উচিত নয়।’

আরও পড়ুন

আরেক সাবেক অধিনায়ক মঈন খান অবশ্য বখতের মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। ১৯৮৯ সালে পাকিস্তানের হয়ে সর্বশেষ খেলা বখত এ ধরনের মন্তব্যের মাধ্যমে আলোড়ন তুলতে চেয়েছেন বলে মন্তব্য তাঁর, ‘তিনি ভুল বলেছেন। একটা হইচই তৈরি করতে চাইছেন। সব অধিনায়কেরই তো কয়েন টস করার আলাদা ধরন থাকে।’
এবারের বিশ্বকাপে ১০ ম্যাচের ৫টিতে টসে জিতেছেন রোহিত। বাকি পাঁচটিতে হারলেও দিন শেষে সব ম্যাচই জিতেছে তাঁর দল। এরই মধ্যে ১৯ নভেম্বরের ফাইনালেও জায়গা করে নিয়েছে ভারত।