করোনায় আক্রান্ত স্যান্টনার, খেলতে পারবেন না পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ড অলরাউন্ডার মিচেল স্যান্টনার। পাকিস্তানের বিপক্ষে আজ অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের প্রথম টি-টোয়েন্টিটি খেলতে পারবেন না তিনি।
নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম স্টাফ জানিয়েছে, আজ সকালে করোনাভাইরাস পজিটিভ হন স্যান্টনার। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পজিটিভ হওয়ার পর টিম হোটেলেই আইসোলেশনে আছেন স্যান্টনার। দলের সঙ্গে মাঠে যাননি তিনি।
এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) বলেছে, সামনের দিনগুলোতে স্যান্টনারের অবস্থা পর্যবেক্ষণ করা হবে। আগামী রবিবার হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি, অকল্যান্ড থেকে স্যান্টনার একাই সেখানে ভ্রমণ করবেন।
আজ বাংলাদেশ সময় ১২-১০ মিনিটে শুরু হবে ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। নতুন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির অধীনে পাকিস্তানের এটিই প্রথম ম্যাচ, অন্যদিকে এ সিরিজ দিয়ে ফিরেছেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন। এর আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজে বিশ্রামে ছিলেন তিনি।
প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, বাবর আজম, ফখর জামান, ইফতিখার আহমেদ, আজম খান (উইকেটকিপার), আমির জামাল, উসামা মির, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্বাস আফ্রিদি ও হারিস রউফ।
এক সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছিটকে যাওয়ার ঘটনা ক্রিকেটেও নিয়মিতই হয়ে উঠেছিল। ২০২১ সালে তো পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের পুরো ওয়ানডে দলকেই আইসোলেশনে চলে যেতে হয়েছিল। তবে করোনা অতিমারির সে সময় পেরিয়ে এখন আর সেভাবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর সামনে আসে না। স্যান্টনারের কারণে আসছে সেটিই।
২০২২ সালে কমনওয়েলথ গেমসে মেয়েদের ক্রিকেটের ফাইনালে করোনাভাইরাসে আক্রান্ত হয়েও খেলেছিলেন অস্ট্রেলিয়ার তালিয়া ম্যাকগ্রা। করোনাভাইরাসে আক্রান্ত হলেও কোনো অ্যাথলেট অংশ নিতে পারবেন, সেবার নিয়ম ছিল এমন।