পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ৩ ম্যাচের একটিতে জিতেছে বাংলাদেশ। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে সাকিব আল হাসানের দল। ভারত ৩ ম্যাচের সব কটি জিতে টেবিলের দুইয়ে। আজ জিতে রানরেটে নিউজিল্যান্ডকে টপকে শীর্ষে ওঠার সুযোগ রোহিত শর্মার দলের সামনে।
সর্বশেষ দুই ম্যাচে ভালো ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে বাজে বোলিংয়ের খেসারত দিয়ে ৩৬৪ রান তাড়া করতে নামতে হয়েছিল। পরে হারতে হয় ১৩৭ রানে। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে বাজে ব্যাটিংয়ের কারণে হেরেছে বাংলাদেশ। চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশের ২৪৫ রানের সাদামাটা লক্ষ্য সহজেই টপকে ৮ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড।
অন্যদিকে ভারত আছে দুর্দান্ত ফর্মে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পথে প্রতিপক্ষকে অলআউট করেছে মাত্র ১৯৯ রানে। আফগানিস্তানের ২৭২ রানের লক্ষ্য টপকে জিতেছে ৮ উইকেটে। আর শেষ ম্যাচে পাকিস্তানকে ১৯১ রানে অলআউট করে জিতেছে ৭ উইকেটে।
ওয়ানডেতে এ পর্যন্ত ৪০ বার মুখোমুখি হয়েছে দুই দল। ৩১ ম্যাচ জিতেছে ভারত এবং ৮ ম্যাচ জিতেছে বাংলাদেশ। একটি ম্যাচে ফল হয়নি। গত মাসে এশিয়া কাপে ভারতের বিপক্ষে ৬ রানে জিতেছে বাংলাদেশ। সাকিব আল হাসানের দল কি আজ হারাতে পারবে ভারতকে?
পাঠক, ভোটে আপনার মত দিন।