২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘মোস্তাফিজ কেন, আমিও দলে অটো চয়েস নই,’ বললেন তামিম ইকবাল

দলে অটো চয়েস বলে কেউ নেই দাবি তামিমেরছবি: প্রথম আলো

ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে উইকেটশূন্য। সর্বশেষ ১৫ ওয়ানডে ম্যাচে উইকেট নিয়েছেন মাত্র ১১টি। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান সেরা ফর্মে নেই, সেটি বোঝাতে এটুকুই যথেষ্ট। শুরুতে দেশের বাইরে তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু প্রিয় মাঠ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই সর্বশেষ ৫ ম্যাচে মোস্তাফিজ মাত্র ১ উইকেট নিয়েছেন।

তবু এই বাঁহাতি পেসার জাতীয় দলে ‘অটো চয়েস’ হয়ে খেলে যাচ্ছেন কি না, এমন প্রশ্ন উঠছে। বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল অবশ্য উল্টোটাই বললেন। তাঁর কথা, শুধু মোস্তাফিজ নন, অধিনায়ক হলেও তামিম নিজেও অটো চয়েস নন, ‘সত্যি কথা বলতে কী, অটো চয়েস বলতে কোনো কিছু নেই।’

আরও পড়ুন

তামিম এরপর যোগ করেন, ‘আমিও অটো চয়েস নই। দলে অটো চয়েস বলে কেউ নেই। যদি আমি নিয়মিত পারফর্ম না করি, যদিও আমি দলের অধিনায়ক, তবু দলে থাকতে পারব না। তাই অটো চয়েস বলে কেউ নেই। তবে এটা ঠিক, আমাদের অনেক বিশ্বাস তার ওপর। আমি মনে করি, সে পারফর্ম করবে, কারণ আগেও করেছে।’

ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে উইকেটশূন্য মোস্তাফিজ
ফাইল ছবি: শামসুল হক

মোস্তাফিজের উন্নতির জায়গাও ধরিয়ে দিয়েছেন ওয়ানডে অধিনায়ক। তাঁর কথা, ‘আমি অবশ্যই চাই, সে আরও ভালো করুক। সে যদি উইকেট এনে দিতে পারে, তাহলে তা অবশ্যই সহায়তা করে (দলকে), বিশেষ করে যখন দুজন পেসার নিয়ে খেলছি। তার ডিফেন্সিভ স্কিল দুর্দান্ত। কিন্তু সে যদি উইকেট শিকারের সামর্থ্য যোগ করে, সেটা দারুণ হবে। আমি নিশ্চিত, সে–ও এটা জানে। সে কাজ করে যাবে এবং পরের ম্যাচে আশা করি নিজেকে মেলে ধরবে।’

আরও পড়ুন

তামিম এরপর বলেন, ‘আগে যেটা বললাম, ওর ডিফেন্সিভ স্কিল খুব ভালো। তবে উইকেট নেওয়ার স্কিলে হয়তো উন্নতি করতে হবে। সব সময় কোনো ক্রিকেটারের গ্রাফ এক রকম থাকে না। কখনো ওপরে যায়, কখনো নিচে। তার ওপর আমার বিশ্বাস প্রবল। আমি নিশ্চিত সে ঘুরে দাঁড়াবে। আমার এতে কোনো সন্দেহ নেই।’