২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

পাকিস্তানের হারিস রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১টি উইকেট নেন হারিস রউফপাকিস্তান ক্রিকেট এক্স

আন্তর্জাতিক ক্রিকেটে জুয়ান রাস্টি থেরন পরিচিত কোনো নাম নয়। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক এই পেসারের। ১৮টি করে ওয়ানডে এবং টি–টোয়েন্টি খেলা থেরন সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন দুই বছর আগে। কিন্তু সেটি দক্ষিণ আফ্রিকার হয়ে নয়, যুক্তরাষ্ট্রের হয়ে। ডালাসে গতকাল যুক্তরাষ্ট্রের অবিস্মরণীয় জয়ের পর পাকিস্তানের পেসার হারিস রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছেন থেরন।

আরও পড়ুন

৩৮ বছর বয়সী থেরন ২০১০ থেকে ২০১২ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেছেন। প্রোটিয়াদের হয়ে ৪টি ওয়ানডে ও ৯টি টি–টোয়েন্টি খেলেছেন। অন্য ম্যাচগুলো খেলেছেন যুক্তরাষ্ট্রের হয়ে। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১৩তম ক্রিকেটার হিসেবে দুটি দেশের প্রতিনিধিত্ব করা থেরন গতকাল যুক্তরাষ্ট্রের জয়ে স্বাভাবিকভাবেই আনন্দিত। তবে পাকিস্তানের পেসার রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছেন থেরন, যা নিয়ে বিতর্ক হলেও হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ নিজের হ্যান্ডলে থেরন লিখেছেন, ‘আইসিসি, পাকিস্তানের কিছুক্ষণ আগে পাল্টানো বল আঁচড়ে ছালচামড়া তুলে ফেলাটা কি আমরা না দেখার ভান করে থাকব? মাত্র দুই ওভার আগে পাল্টানো বল রিভার্স সুইং করছে!

হারিস রউফের বুড়ো আঙুলের নখ দিয়ে বলের ওপর আঁচড়ানো সবাই দেখেছে।’
যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হারের পর পাকিস্তান অধিনায়ক বাবর আজমও বলেছেন, বল রিভার্স সুইং করায় তাঁরা ইয়র্কার মারার চেষ্টা করেছেন। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে থেরন ছাড়া আর কেউ এখনো রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তোলেননি। ২০১১ আইপিএলে ডেকান চার্জাস ও ২০১৫ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন থেরন।

আরও পড়ুন

এবার টি–টোয়েন্টি বিশ্বকাপে ড্রপ–ইন পিচের আচরণ নিয়ে বিতর্ক হচ্ছে। বলের অসম বাউন্সে ব্যাটসম্যানরা ঠিকমতো খেলতে পারছেন না। আইসিসি গতকাল বিজ্ঞপ্তিতে এ নিয়ে কাজ করার কথা জানিয়েছে।

হারিস রউফ শেষ ওভারে বেশি রান দিয়ে ফেলেন
পাকিস্তান ক্রিকেট এক্স

বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর অনুশীলন–সুবিধার অপ্রতুলতা নিয়েও আলোচনা–সমালোচনা হচ্ছে। তার মধ্যে রউফের বিরুদ্ধে এমন অভিযোগ উঠল। আইসিসি এখন থেরনের অভিযোগ আমলে নেয় কি না, সেটাই দেখার বিষয়।