করোনায় আক্রান্ত ওয়েড না খেললে অস্ট্রেলিয়ার কিপিং করবেন কে?
অস্ট্রেলিয়া দলে করোনা হানা দিয়েছে আগেই। লেগ স্পিনার অ্যাডাম জাম্পা আক্রান্ত হয়েছেন করোনায়। এবার করেনায় আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার আরেক ক্রিকেটার ম্যাথু ওয়েড।
এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে করোনার নিয়ম অতটা কড়াকড়ি নয়। বিশ্বকাপ শুরুর আগেই আইসিসি জানিয়েছিল, কোনো খেলোয়াড় করোনা আক্রান্ত হলেও খেলতে পারবেন। তবে করোনা আক্রান্ত হওয়ার পর জাম্পা অস্ট্রেলিয়ার সর্বশেষ ম্যাচে খেলেননি। শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার ৭ উইকেটে জেতা ম্যাচে তাঁর জায়গায় খেলেছেন বাঁহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগার।
তবে উইকেটকিপার–ব্যাটসম্যান ওয়েডের বিকল্প কই অস্ট্রেলিয়া দলে! চোট নিয়ে জশ ইংলিস ছিটকে পড়ায় এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপের দলে ওয়েড ছাড়া বিশেষজ্ঞ কোনো উইকেটকিপার নেই। আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে তিনি খেলতে না পারলে উইকেটের পেছনে দাঁড়াতে হবে ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চকে। বোলিং আক্রমণের প্রধান মিচেল স্টার্কও অবশ্য উইকেটকিপিং জানেন।
ওয়েডের সর্বশেষ অবস্থা যেমন, খুব বেশি জটিলতা নেই বলেই জানা গেছে। যদি অবস্থা খারাপ না হয়, তাহলে ইংল্যান্ডের বিপক্ষে করোনা নিয়েই খেলার কথা তাঁর। অস্ট্রেলিয়া দলের এক মুখপাত্র জানিয়েছেন, গতকাল করোনা পজিটিভ হওয়া ওয়েড এখন পর্যন্ত ভালোই আছেন।
এরই মধ্যে অবশ্য এবারের বিশ্বকাপে করোনা নিয়ে খেলার ঘটনা দেখা গেছে। করোনা নিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন আয়ারল্যান্ডের জর্জ ডকরেল। হোবার্টে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে মহীশ তিকসানার বলে আউট হওয়ার আগে ১৬ বলে ১৪ রান করেন তিনি। ম্যাচটি তাঁর দল ৯ উইকেটে হারে।