রাওয়ালপিন্ডির আবহাওয়া আগামীকাল কেমন থাকবে
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের প্রথম দিনে যে বৃষ্টি আর বজ্রঝড়ের চোখরাঙানি আছে, সে খবর আগেই দিয়েছিল আবহাওয়ার সংবাদবিষয়ক ওয়েবসাইট আকুওয়েদার। ওয়েবসাইটটির পূর্বাভাস ঠিক প্রমাণ করে বৃষ্টির কারণে বলই মাঠে গড়াতে পারেনি। হতে পারেনি টসও। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—আগামীকাল ম্যাচের দ্বিতীয় দিনে কেমন থাকবে রাওয়ালপিন্ডির আবহাওয়া?
আকুওয়েদারের পূর্বাভাস বলছে, আজকের তুলনায় আগামীকাল রাওয়ালপিন্ডির দিনটি একদমই ভিন্ন রকম থাকবে। রাওয়ালপিন্ডিতে আগামীকাল কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। রৌদ্রোজ্জ্বল একটি দিনই দেখতে পাবে রাওয়ালপিন্ডির মানুষ।
বৃষ্টি না হলেও সমস্যা হিসেবে দেখা দিতে পারে অতিরিক্ত গরম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হওয়ার কথা খেলা। সেই সময় রাওয়ালপিন্ডির তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। অতিরিক্ত আর্দ্রতার কারণে যেটা অনুভূত হবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
আগামীকাল রাওয়ালপিন্ডির সর্বোচ্চ তাপমাত্র ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে স্থানীয় সময় দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। স্থানীয় সময় ২ ও ৩টায় এটা অনুভূত হবে ৩৯ ডিগ্রি আর ৪টায় সময় ৩৮ ডিগ্রি সেলসিয়াস।