সিলেট টেস্ট: সকালের ব্যাটিং ব্যর্থতার বিপরীতে প্রতিরোধ তাইজুলের
দ্বিতীয় দিনে প্রথম সেশন শেষে: বাংলাদেশ ১ম ইনিংস ১৩২/৬
সিলেট টেস্টে বাংলাদেশ দল প্রথম ইনিংসে ব্যাটিং–ব্যর্থতা থেকে বের হতে পারেনি। গতকাল প্রথম দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারানো বাংলাদেশ আজ সকালের সেশনেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে।
মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন ও লিটন দাস উইকেটে থিতু হয়ে আউট হয়েছেন। স্বীকৃত ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে টিকে ছিলেন গতকাল ‘নাইটওয়াচম্যান’ হিসেবে নামা তাইজুল ইসলাম। তাঁর অপরাজিত ৪১ রানের সৌজন্যে আজ দ্বিতীয় দিনে প্রথম সেশন শেষে বাংলাদেশ ৩৬ ওভারে ৬ উইকেটে ১৩২ রান তুলেছে। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের স্কোর ২৮০ রান থেকে এখনো ১৪৮ রানে পিছিয়ে বাংলাদেশ।
১০ ওভারে ৩ উইকেটে ৩২ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিন শেষ বিকেলের ধাক্কা থেকে ঘুরে দাঁড়াতে একটা বড় জুটি দরকার ছিল। ৯ রানে দিন শুরু করা ওপেনার মাহমুদুল হাসান হবেন সে জুটির নায়ক—সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে সবার প্রত্যাশা ছিল এমনই। কিন্তু দিনের শুরুতে তিনি খুব একটা স্ট্রাইকই পেলেন না। বরং চমক দেখান তাঁর সঙ্গী তাইজুল ইসলাম। দুজনের যুগলবন্দীতে বাংলাদেশের দিনের শুরুটা মন্দ হয়নি। দিনের প্রথম ৫ ওভারে কাসুন রাজিতা ও বিশ্ব ফার্নান্ডোকে সামলে নিয়ে ২১ রান যোগ করেন দুজন।
বিপদ ঘটে শ্রীলঙ্কান বোলিং আক্রমণের সবচেয়ে গতিময় বোলার লাহিরু কুমারা বোলিংয়ে আসায়। ১৫তম ওভারে নিজের স্পেলে প্রথম বলেই মাহমুদুলের ব্যাটের কানা খুঁজে নিয়ে তাঁকে ক্যাচে পরিণত করেন লাহিরু। ৪৬ বলে ১২ রান করে তৃতীয় স্লিপে ক্যাচ তোলেন মাহমুদুল। কুমারা সেখানেই থামেননি। সদ্য ক্রিজে আসা শাহাদাত হোসেনকে অফ স্টাম্পের বাইরের বলে শুরু থেকেই ভুগিয়েছেন। শেষ পর্যন্ত ২২তম ওভারে বাড়তি বাউন্স মেশানো বলে ব্যাট ছুঁইয়ে ২৬ বলে ১৮ রান করে স্লিপে ক্যাচ আউট হন শাহাদাত। বাংলাদেশের স্কোর তখন ৫ উইকেটে ৮৩।
সেখান থেকে বাংলাদেশের রানকে এক শর ওপারে নিতে সাহায্য করেন তাইজুল ও লিটন দাস। সাতে নেমে নিয়ন্ত্রিত ব্যাটিং করেন লিটন। ইনিংসের শুরুতে সহজাত আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা যায়নি তাঁকে। পায়ের ওপরের দুটি বল ‘ফ্লিক’ করে বাউন্ডারিতে পাঠিয়েছেন, পুল শটে আরও দুটি। এর বাইরে বাকি রান এসেছে এক-দুইয়ে। কিন্তু কুমারা তাঁর দ্বিতীয় স্পেলের প্রথম ওভারে আরও একবার আঘাত হানেন। ভালো লেংথ থেকে ভেতরে আসা দারুণ এক ডেলিভারিতে লিটনকে বোল্ড করেন। তাতে লিটনের ৪৩ বলে ২৫ রানের সম্ভাবনাময় ইনিংসের ইতি ঘটে।
লিটনের বিদায়ে তাইজুলের সঙ্গে তাঁর ষষ্ঠ উইকেটে ৪১ রানের জুটি ভেঙেছে। অন্য প্রান্তে টিকে ছিলেন তাইজুল। ২৮ রানে প্রবাত জয়াসুরিয়ার বলে ‘জীবন’ পেলেও তা কাজে লাগিয়ে ৭১ বলে ৪১ রানে অপরাজিত থেকে মধ্যাহ্নভোজনের বিরতিতে যান এই বাঁহাতি। ২ রানে খেলছেন মেহেদী হাসান মিরাজ।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৬৮ ওভারে ২৮০
(কামিন্দু ১০২, ধনাঞ্জয়া ১০২, করুণারত্নে ১৭, কুশল মেন্ডিস ১৬; খালেদ ৩/৭২, রানা ৩/৮৭, তাইজুল ১/৩১, শরীফুল ১/৫৯)।
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৬ ওভারে ১৩২/৬
(মাহমুদুল ১২, জাকির ৯, মুমিনুল ৫, নাজমুল ৫, তাইজুল ৪১*, শাহাদত ১৮, লিটন ২৫, মিরাজ ২* ; বিশ্ব ২/৩৮, রাজিতা ১/৪১, কুমারা ৩/২২, জয়াসুরিয়া ০/১৪, ধনাঞ্জয়া ০/৪)।
* দ্বিতীয় দিন প্রথম সেশন শেষে।