আজহারউদ্দিন ও সৌরভকে ছাড়িয়ে জয়সোয়াল
ডমিনিকায় যেন রেকর্ডে ভাগ বসাতে নেমেছেন যশস্বী জয়সোয়াল। ভারতের ২১ বছর বয়সী বাঁহাতি ওপেনার অভিষেক টেস্টের প্রথম ইনিংসে একের পর এক রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন। প্রথম দিন শেষে ৪০ রানে অপরাজিত থাকা জয়সোয়াল দ্বিতীয় দিনের পুরোটাই ব্যাট করেছেন। খেলতে নামবেন তৃতীয় দিনেও।
জয়সোয়ালের স্মরণীয় অভিষেকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বেশ ভালো অবস্থানে ভারত। প্রথম ইনিংসে স্বাগতিকদের ১৫০ রানে অলআউট করে দেওয়ার পর রোহিত শর্মার দল দ্বিতীয় দিন পর্যন্ত ২ উইকেটে ৩১২ রান তুলেছে। লিড এখনই ১৬২ রানের। অধিনায়ক রোহিত (১০৩) সেঞ্চুরি করে আউট হয়ে গেলেও জয়সোয়াল অপরাজিত ১৪৩ রানে। তাঁর সঙ্গে ৩৬ রানে অপরাজিত বিরাট কোহলি।
ওপেনিংয়ে রোহিতের সঙ্গে ২২৯ রানের জুটি গড়ে বেশ কয়েকটি রেকর্ডে নাম যোগ করেছেন জয়সোয়াল। এর মধ্যে রানের সংখ্যায় এটিই এশিয়ার বাইরে ভারতের সর্বোচ্চ রানের ওপেনিং জুটি। আগের সর্বোচ্চ ছিল ১৯৭৯ সালে ওভাল টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে চেতন চৌহান ও সুনীল গাভাস্কারের ২১৩ রানের জুটি।
রোহিত-জয়সোয়ালের জুটিতেই ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের রান পেরিয়ে গেছে ভারত। দেশটির টেস্ট ইতিহাসে এই প্রথম উদ্বোধনী জুটি লিড এনে দিল। এর আগে কাছাকাছি গিয়েছিলেন গাভাস্কার-চৌহান, ১৯৭৮ সালের সিডনি টেস্টে অস্ট্রেলিয়াকে ১৩১ রানে অলআউট করে দেওয়ার পর দুজনের জুটিতে ৯৭ রান পেয়েছিল ভারত।
জয়সোয়াল ও রোহিতই দুজনই সেঞ্চুরি করে ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ওপেনারের তিন অঙ্ক স্পর্শের নজির গড়লেন, যা সর্বশেষ করেছিলেন অস্ট্রেলিয়ার ফিল জ্যাকস ও সাইমন ক্যাটিচ ২০০৮ সালে।
তবে জুটির রেকর্ড নয়, অভিষেক টেস্ট জয়সোয়ালের জন্য স্মরণীয় হয়ে থাকবে ব্যক্তিগত রেকর্ডের জন্য। যার মধ্যে সবচেয়ে বড় অর্জন মোহাম্মদ আজহারউদ্দিনকে ছাড়িয়ে যাওয়া। আজহারউদ্দিন ১৯৮৪ সালে অভিষেক টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১১০ রান করতে গিয়ে ৩২২ বল খেলেছিলেন। ভারতের হয়ে অভিষেক টেস্টে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড ছিল এটি। ৩৯ বছর পর আজহারকে দুইয়ে নামিয়ে শীর্ষে এখন জয়সোয়াল। এরই মধ্যে ৩৫০ বল খেলে ফেলেছেন।
জয়সোয়াল ছাড়িয়ে গেছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকেও। ১৯৯৬ সালে লর্ডসে অভিষেক টেস্টে ১৩১ রানের ইনিংস খেলেছিলেন সৌরভ। এত দিন এটিই ছিল প্রতিপক্ষের মাটিতে অভিষিক্ত ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস। জয়সোয়াল সৌরভকেও টপকে গেছেন।
এ ছাড়া ভারতীয় ওপেনারদের মধ্যে অভিষেকে সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটসম্যানও জয়সোয়াল। এর আগে অভিষেকে সেঞ্চুরি করেছিলেন শিখর ধাওয়ান (অস্ট্রেলিয়ার বিপক্ষে, ২০১৩ সালে) ও রোহিত শর্মা (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৩ সালে)।