বিশ্বকাপের সূচিতে পরিবর্তন আসছে, বললেন বিসিসিআই সচিব
ভারতে ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে আগামী ৫ অক্টোবর। এরই মধ্যে ১০ দলের এই আসরের সূচি ঘোষণা করা হয়েছে। তবে বিশ্বকাপ শুরুর দুই মাস আগে সূচিতে পরিবর্তন আনার কথা জানিয়েছেন আয়োজক বোর্ড বিসিসিআইয়ের সচিব জয় শাহ।
ভারতীয় বোর্ডের সচিব এমন সময়ে টুর্নামেন্ট সূচিতে বদলের কথা জানিয়েছেন, যখন ভারত-পাকিস্তানের ১৫ অক্টোবরের ম্যাচটি একদিন এগিয়ে আনার আলোচনা চলছে। তবে সূচি পরিবর্তনের ক্ষেত্রে দুই-তিনটি দেশের লিখিত অনুরোধের কথা জানিয়েছেন জয় শাহ। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সঙ্গে কথা বলে দুই-তিন দিনের মধ্যে পরিবর্তিত সূচি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।
এ সপ্তাহের শুরুতে ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে বিশ্বকাপের সূচিতে পরিবর্তনের প্রসঙ্গ সামনে আসে। ভারতের একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আহমেদাবাদের পুলিশ ১৫ অক্টোবরের ভারত-পাকিস্তান ম্যাচের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিসিসিআই-এর কাছে চিঠি দিয়েছে। ওই দিন আহমেদাবাদে নয় দিন ব্যাপী ধর্মীয় উৎসব নবরাত্রি শুরু হবে। যে কারণে ভারত-পাকিস্তানের মতো হাইভোল্টেজ ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে বলে ম্যাচটির সূচি বদলের অনুরোধ করা হয়।
আজ দিল্লিতে বিসিসিআইয়ের সভাশেষে জয় শাহ জানান, শুধু ভারত-পাকিস্তান ম্যাচই নয়, বিশ্বকাপে একাধিক ম্যাচের সূচিতে বদল আসতে পারে, ‘বিশ্বকাপ সূচিতে কয়েকটি পরিবর্তন আসার সম্ভাবনা আছে। কয়েকটি দেশ সূচিতে দুই তিনটি তারিখ বদলের জন্য আমাদের কাছে লিখিত অনুরোধ জানিয়েছে। এটা নিয়ে আমরা আইসিসির সঙ্গে কথা বলছি। আগামী দুই তিন দিনের মধ্যে বিষয়টি নিয়ে পরিষ্কার হতে পারব।’
সূচি পরিবর্তনের মূল কারণ ভারত-পাকিস্তান ম্যাচ নয় জানাতে গিয়ে জয় শাহ বলেন, ‘নিরাপত্তাজনিত কারণ থাকলে আহমেদাবাদে ম্যাচ রাখা হতো না। এখানে ১৪ বা ১৫ অক্টোবর কোনো সমস্যা নয়। দুই তিনটা দেশ তাদের লজিস্টিক্যাল চ্যালেঞ্জের কারণে অনুরোধ করেছে। কিছু ম্যাচের মধ্যে মাত্র দুই দিনের বিরতি। একটা খেলে ভ্রমণ করে একদিন পরই আবার খেলাটা কঠিন।’
তবে ম্যাচের দিনক্ষণে বদল আসলেও ভেন্যুতে কোনো পরিবর্তন রাখা হবে না বলে জানিয়েছেন বিসিসিআই সচিব, ‘যতটা সম্ভব ভেন্যু একই রাখার চেষ্টা করা হচ্ছে। ভেন্যু পরিবর্তন না করাটা গুরুত্বপূর্ণ। যে সব দলের ম্যাচের মধ্যে ছয় দিনের বিরতি আছে, সেটা চার-পাঁচ দিনে কমিয়ে আনা আর যাদের ম্যাচের বিরতি দুই দিনের, তাদের ক্ষেত্রে তিন দিন করার চেষ্টা করা হচ্ছে।’
আগামী ৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হবে আহমেদাবাদে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে। তবে এখনো পর্যন্ত আইসিসি বা বিসিসিআই টিকিট বিক্রি শুরু নিয়ে কিছু জানায়নি। জয় শাহ জানান, আগামী সপ্তাহে টিকিট সংক্রান্ত ঘোষণা দেওয়া হবে।