বাবর কি আবারও পাকিস্তানের অধিনায়ক হচ্ছেন

বাবর আজমের অধিনায়কত্বে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছেএএফপি

অধিনায়কত্ব ছেড়েছেন তিন মাসও হয়নি। এর মধ্যে আবারও বাবর আজমের অধিনায়ক হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।

বর্তমানে পাকিস্তানের টেস্ট দলের নেতৃত্বে আছেন শান মাসুদ, টি–টোয়েন্টিতে শাহিন আফ্রিদি। তবে ওয়ানডে অধিনায়কের পদ এখনো শূন্য। যদিও বাবর অধিনায়কত্বে ফিরলে তিন সংস্করণেই অধিনায়ক হবেন বলে খবর।

বাবরের অধিনায়কত্বে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে মূলত পিসিবির শীর্ষ পদে পরিবর্তনের কারণে। পাকিস্তান অবজারভার, সামা টিভিসহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, পিসিবির নবনির্বাচিত চেয়ারম্যান মহসিন নাকভি বাবরকে নেতৃত্বে ফেরানোর কথা ভাবছেন। এমন খবরের উৎস হিসেবে পিসিবির অভ্যন্তরীণ সূত্রের কথা বলা হয়েছে।

২৯ বছর বয়সী বাবর পাকিস্তানের সীমিত ওভার ক্রিকেটের অধিনায়ক হন ২০১৯ সালে। পরের বছর দায়িত্ব পান টেস্টেও। ব্যাটিং সামর্থ্যের জন্য তারকা হয়ে ওঠা বাবর নেতৃত্বের দিক থেকে বড় কোনো সাফল্য পাননি। ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলা এবং গত বছর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে ওঠাই পাকিস্তানের সর্বোচ্চ অর্জন। যদিও শীর্ষ দল হিসেবে ভারতে বিশ্বকাপ খেলতে গিয়ে প্রথম পর্ব থেকেই বাদ পড়ে যায় পাকিস্তান।

আরও পড়ুন

নেতৃত্বের জন্য প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ হওয়া বাবর গত বছরের নভেম্বরে বিশ্বকাপ থেকে দেশে ফিরে অধিনায়কত্ব ছেড়ে দেন। তখন পাকিস্তানের গণমাধ্যমগুলো জানায়, বাবরকে টেস্ট অধিনায়কত্ব রেখে বাকি দুই সংস্করণ ছেড়ে দিতে বলেছিলেন অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান জাকা আশরাফ। সেটিতে রাজি না হয়ে তিন সংস্করণই ছেড়ে দেন তিনি।

২০২৩ বিশ্বকাপের পর তিন সংস্করণের অধিনায়কত্ব ছাড়েন বাবর আজম
এএফপি

বাবর অধিনায়কত্ব ছাড়ার পর দুটি সিরিজ খেলেছে পাকিস্তান। এর মধ্যে শান মাসুদের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ হার ৩–০ ব্যবধানে, আফ্রিদির নেতৃত্বে নিউজিল্যান্ডে টি–টোয়েন্টি সিরিজে হার ৪–১ ব্যবধানে।

আরও পড়ুন

মঙ্গলবার পিসিবির নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন নাকভি, যিনি পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। ভোটে নির্বাচিত বিধায় নাকভি পিসিবিপ্রধানের দায়িত্বে থাকবেন তিন বছর। আর এ কারণে অধিনায়কত্বে বাবরকে ফেরানোর বিষয়টি ভাবছেন বলে খবর।

বাবর গেল সপ্তাহ দুয়েক বাংলাদেশে ছিলেন। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন ছয় ম্যাচ। নিজের সর্বশেষ ম্যাচের সময় টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক (২৫১) ছিলেন বাবর।

আরও পড়ুন