৭ বছর পূর্তিতে সাকিবের ওয়েলিংটন-কীর্তি স্মরণ

ওয়েলিংটনে দ্বিশতকের পর সাকিব, সঙ্গে মুশফিকফাইল ছবি

সাকিব আল হাসানের ভুলবার কথাও নয়! সেই টেস্টেই ক্যারিয়ারের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র হয়ে থাকা দ্বিশতকটি করেছিলেন তিনি। মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে গড়েছিলেন ৩৫৯ রানের জুটি। ব্যক্তি ও জুটি পর্যায়ের অসাধারণ কীর্তি দুটি গড়া হয়েছিল ২০১৭ সালের ১৩ জানুয়ারি, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে। সপ্তম বর্ষপূর্তিতে বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম স্মরণীয় দিনটির স্মৃতিচারণা করেছেন সাকিব।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের অফিশিয়াল পেজ থেকে তাঁর ও মুশফিকের ছবি সংবলিত একটি কার্ড শেয়ার করা হয়েছে। যেখানে সেই টেস্টে সাকিবের অর্জন ও মুশফিকের সঙ্গে রেকর্ড গড়া জুটির কথা বলা হয়েছে।

সাকিবের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘২০১৭ সালের এই দিনে, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম নিউজিল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড ভাঙা ৩৫৯ রানের বিশাল জুটি গড়ে বাংলাদেশকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দেন। ইনিংস চলাকালে, টেস্ট ক্রিকেটে সাকিব তার ব্যক্তিগত সর্বোচ্চ ২১৭ রানের ইনিংস খেলেন, এবং মুশফিক ১৫৯ রান করেন। এটি এখনো টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটি, নিউজিল্যান্ডে সফরকারী দলগুলোর মধ্যে সর্বোচ্চ এবং ৫ম উইকেটে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ জুটি।’

টেস্টে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় ২০২২ সালের জানুয়ারিতে। তবে এই জয়টা আসতে পারত আরও ৫ বছর আগেই। ২০১৭ সালে ১২ জানুয়ারি শুরু হওয়া ওয়েলিংটন টেস্টে সেই সম্ভাবনা জাগিয়ে তোলেন সাকিব-মুশফিকরা। সেই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৯৫ রান তুলে ইনিংস ঘোষণা করে মুশফিকুর রহিমের দল। এর মধ্যে সাকিব-মুশফিকের পঞ্চম উইকেট জুটিতে ওঠে ৩৫৯ রান। যা এখনো পর্যন্ত টেস্টে বাংলাদেশের যে কোনো জুটিতে সর্বোচ্চ।

আরও পড়ুন

বাংলাদেশের ৫৯৫ রানের পর নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ৫৩৯ রান। ৪৬ রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া হয় বাংলাদেশের। দ্বিতীয় ইনিংস ১৬০ রানে অলআউট হয়ে গেলে নিউজিল্যান্ড পায় ২১৭ রানের জয়ের লক্ষ্য। যা স্বাগতিকেরা তুলে ফেলে ৭ উইকেট হাতে রেখেই।

পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে ৩১২ রানের দুর্দান্ত জুটির সময় তামিম-ইমরুল
ছবি: প্রথম আলো

সাকিব মুশফিকের ৩৫৯ রানের পর বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ জুটি তামিম ইকবাল ও ইমরুল কায়েসের। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনায় ৩১২ রানের জুটি গড়েছিলেন তারা। তালিকায় এর পরের জুটিতে মুশফিক ও লিটন দাসের নাম। শ্রীলঙ্কার বিপক্ষে ২০২২ সালে মিরপুরে ২৭২ রানের জুটি গড়েছিলেন এ দুজন। টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি রান এসেছে সাকিব ও মুশফিকের জুটি থেকেই। এই দুজন মিলে ৬৫ ইনিংসে রান করেছেন ২৮০২, গড় ৪৩.১০।

আরও পড়ুন