এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক সাইফ, দলে আফিফ-ইয়াসির
সাইফ হাসানকে অধিনায়ক করে এশিয়ান গেমসের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। হাংজুতে এশিয়ান গেমসের ১৯তম আসরে খেলতে আগামীকাল দেশ ছাড়বে ১৫ সদস্যের বাংলাদেশ দল।
শেষ ইমার্জিং এশিয়া কাপেও বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন সাইফ। সেই দলের বেশ কয়েকজন আছেন এশিয়ান গেমসের দলে। পারভেজ হোসেন, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, জাকির হাসান, রকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মণ্ডলকে রাখা হয়েছে এ টুর্নামেন্টেও। ইমার্জিং এশিয়া কাপের রিজার্ভ দলে থাকা সুমন খান ও হাসান মুরাদও আছেন মূল দলে।
ইমার্জিং দলে থাকা তানজিদ হাসান, মেহেদী হাসান, তানজিম হাসান সুযোগ পেয়েছেন বিশ্বকাপ দলে। মাঝখানে জাতীয় দলে ফেরা সৌম্য সরকার বা মোহাম্মদ নাঈমকে রাখা হয়নি এশিয়ান গেমসের দলে। তবে রাখা হয়েছে আফিফ হোসেন, ইয়াসির আলী ও রিশাদ হোসেনকে।
নারীদের মতো পুরুষ ইভেন্টেও বাংলাদেশ এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনালে। অবশ্য সেখানে সরাসরি খেলা অন্য তিনটি দল ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার চেয়ে বাছাইয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। আগামী ৪ অক্টোবর কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ।
২০১০ সালে এশিয়ান গেমসে ক্রিকেটের প্রথম আসরে সোনা জিতেছিল বাংলাদেশ। ২০১৪ সালে জিতেছিল ব্রোঞ্জ। ২০১৮ সালে এশিয়ান গেমসে ক্রিকেট হয়নি।
বাংলাদেশ নারী দল ফাইনালে উঠতে ব্যর্থ হলেও পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে এবার। হাংজুতে বাংলাদেশের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র পদক হয়ে আছে সেটি।
এশিয়ান গেমসে বাংলাদেশ ক্রিকেট দল (পুরুষ)
পারভেজ হোসেন, ইয়াসির আলী, সাইফ হাসান (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, রকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, সুমন খান, জাকের আলী, নাহিদ রানা, রিপন মণ্ডল, হাসান মুরাদ, আফিফ হোসেন, রিশাদ হোসেন।