২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আশিকুরের আরেকটি শতক, বাংলাদেশের যুবাদের সংগ্রহ ২৮২ রান

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১২৯ রানের ইনিংস খেলেন আশিকুর রহমানএক্স/বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের আগামীর ওপেনার কি তাহলে আশিকুর রহমানই? এবারের যুব এশিয়া কাপে তাঁর পারফরম্যান্স অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। গ্রুপপর্বের তিন ম্যাচে খেলেছিলেন ৭১, ৫৫* ও ১১৬* রানের ইনিংস। আজ ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও জ্বলে উঠেছে ডানহাতি ও ওপেনারের ব্যাট।

দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে আশিকুরের দুর্দান্ত শতকেই আরব আমিরাতের বিপক্ষে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮২ রান তুলতে পেরেছে বাংলাদেশ। শুরুটা অবশ্য সতর্কভাবেই করেছিল বাংলাদেশের যুবারা। পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে তুলেছে মাত্র ২৭ রান।

এরপর ধীরে ধীরে হাত খুলতে শুরু করেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ১০০ রানে পৌঁছান ২৩.১ ওভারে। ৪০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে বাংলাদেশ। শেষ ১০ ওভারে বাংলাদেশ তুলেছে ৮৮ রান, উইকেট হারিয়েছে ৬টি।

অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপে দ্বিতীয় শতক পেয়েছেন আশিকুর রহমান
এক্স/বিসিবি

বাংলাদেশের ইনিংসটা মূলত দাঁড়িয়েছে দুটি জুটির ওপর ভিত্তি করে। আশিকুর দ্বিতীয় উইকেটে চৌধুরী মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে গড়েছেন ১২৫ রানের জুটি। ৭১ বলে ৪টি চার ও একটি ছয়ে ৬০ রান করেন রিজওয়ান। তাঁর আউটের পর আশিকুরের সঙ্গে জুটি বাঁধেন আরিফুল ইসলাম। তৃতীয় উইকেটে দুজনে যোগ করেন ৮৬ রান। আরিফুল ৪০ বলে ৬ চারে ৫০ রান করে আউট হয়েছেন।

আশিকুর শেষ পর্যন্ত আউট হয়েছেন ১২৯ রানে। ১৪৯ বলের ইনিংসটিতে মেরেছেন ১২টি চার ও ১টি ছয়। শতক পূর্ণ করেছেন ১২৯ বলে।