২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

না খেলেই শীর্ষে ফিরলেন বাবর, প্রথমবার এক নম্বরে রশিদ

আবারও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের শীর্ষে উঠেছেন বাবর আজমএক্স/বাবর আজম

টি–টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে যেন ‘মিউজিক্যাল চেয়ারে’র খেলা চলছে। এক সপ্তাহ পর আবারও বদল এসেছে শীর্ষস্থানে। ভারতের রবি বিষ্ণয় ও আফগানিস্তানের রশিদ খানকে টপকে ১ নম্বরে উঠেছেন ইংল্যান্ডের আদিল রশিদ। গত সপ্তাহে রশিদ ও বিষ্ণয় যৌথভাবে শীর্ষে ছিলেন। তার আগের সপ্তাহে রশিদকে ছাড়িয়ে শীর্ষ উঠেছিলেন বিষ্ণয়। অর্থাৎ গত এক মাসের মধ্যে তিনজন ভিন্ন বোলারকে শীর্ষস্থানে দেখল টি–টোয়েন্টি ক্রিকেট।

হালনাগাদ আইসিসি র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে ওয়ানডে ব্যাটিংয়ের শীর্ষেও। ভারতের শুবমান গিলকে সরিয়ে ওয়ানডে ব্যাটসম্যানদের শীর্ষে ফিরেছেন বাবর আজম, যিনি গত এক মাসের মধ্যে কোনো ওয়ানডে ম্যাচ খেলেননি। এর আগে বিশ্বকাপের শেষ দিকে গিলের কাছে জায়গা হারিয়েছিলেন সাবেক পাকিস্তান অধিনায়ক।

টি–টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে আদিল শীর্ষে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের কারণে। ক্যারিবীয়দের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলছে ইংল্যান্ড। সেখানে প্রথম চার ম্যাচে ৬.৪৩ ইকোনমিতে ৭ উইকেট নিয়েছেন আদিল। ইংলিশ বোলারদের মধ্যে আদিল দ্বিতীয় বোলার, যিনি টি–টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন। এর আগে ২০১২ সালের ফেব্রুয়ারিতে এই চূড়ায় উঠেছিলেন অফ স্পিনার গ্রায়েম সোয়ান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে দারুণ ছন্দে আছেন আদিল রশিদ
এএফপি

আদিল রশিদ শীর্ষে উঠেছেন ৭১৫ রেটিং পয়েন্ট নিয়ে। ৬৯২ রেটিং নিয়ে দুইয়ে আফগানিস্তানের রশিদ। আর তিনে নেমে যাওয়া বিষ্ণয়ের রেটিং ৬৮৮। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন তিন ধাপ এগিয়ে ষষ্ঠে এবং দক্ষিণ আফ্রিকার তাব্রেইজ শামসি তিন ধাপ এগিয়ে নবমে জায়গা করে নিয়েছেন।

আরও পড়ুন

ব্যাটিংয়ে শীর্ষস্থান যথারীতি সূর্যকুমার যাদবের। ভারতীয় তারকার পরে আছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান (দ্বিতীয়) ও দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম (তৃতীয়)। টি–টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সাকিব আল হাসান শীর্ষস্থান ধরে রেখেছেন। দুইয়ে অবস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবীও। তবে ভারতের হার্দিক পান্ডিয়াকে টপকে অলরাউন্ডারদের মধ্যে তৃতীয় স্থানে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার মার্করাম।

টি–টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে সূর্যকুমার যাদব
এএফপি

এদিকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটিং বিভাগে শীর্ষে বদল এসেছে দলগত খেলার কারণে। গত এক সপ্তাহে বাবর বা গিল কেউই ওয়ানডে খেলেননি। তবে এ সময়ে পাকিস্তানের কোনো ওয়ানডে না থাকলেও ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছে। কিন্তু ভারত খেললেও গিল মাঠে না থাকায় (বিশ্রামে আছেন) প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে। বাবরের রেটিং ৮২৪ থাকলেও গিলের কমে দাঁড়িয়েছে ৮১০–এ। তৃতীয় স্থানে আগের মতোই আছেন বিরাট কোহলি (৭৭৫)।

আরও পড়ুন

ওয়ানডেতে শীর্ষে ওঠা বাবর টেস্টে চার থেকে পাঁচে নেমে গেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টের দুই ইনিংসে মোটে ৩৫ রান করতে পেরেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। একই ম্যাচে ৪১ ও ৯০ রানের ইনিংস খেলে এক ধাপ এগিয়ে চারে উঠেছেন অস্ট্রেলিয়ার উসমান খাজা।

টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে ১ নম্বরে কেইন উইলিয়ামসন, ২ নম্বরে জো রুট এবং ৩ নম্বরে স্টিভেন স্মিথ জায়গা ধরে রেখেছেন। বোলারদের মধ্যে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এক ধাপ এগিয়ে তৃতীয়, নাথান লায়ন তিন ধাপ এগিয়ে পঞ্চম এবং মিচেল স্টার্ক দুই ধাপ এগিয়ে অষ্টমে উঠে এসেছেন।