২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

স্মিথ-ওয়ার্নারদের রেডিও শোনা ও খবরের কাগজ পড়া বন্ধ করতে বললেন অ্যালান বোর্ডার

স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারছবি: এএফপি

অনেক ঢাকঢোল পিটিয়ে ভারতে গিয়ে প্রথম দুই টেস্টেই বিধ্বস্ত হয়েছে অস্ট্রেলিয়া। নাগপুরে অসহায় আত্মসমর্পণের পর দিল্লিতে ৬ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়ানরাস্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নাররা চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটিতেই হেরে যাওয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফি থেকে যাচ্ছে রোহিত শর্মা-বিরাট কোহলিদের কাছেই।

ভারতে শোচনীয় ব্যর্থতার পর থেকেই অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটাররা প্যাট কামিন্সের দলকে ধুয়ে দিচ্ছেন। হার দুটো বোধ হয় অ্যালান বোর্ডারের বুকে শেল হয়ে বিঁধেছে। যে সিরিজের ট্রফির একাংশ জুড়ে আছে বোর্ডারের নাম, সেখানেই চরম বিপর্যয়ে তাঁর উত্তরসূরিরা।

আরও পড়ুন

মূলত অতিমাত্রায় সুইপ শট খেলতে গিয়ে নিজেদের সর্বনাশ ডেকে এনেছেন উসমান খাজা-ট্রাভিস হেডরা। দিল্লি টেস্টে তাঁদের এই ব্যাটিং দেখে ‘উন্মাদ ও আতঙ্কগ্রস্ত’ মনে হয়েছে বোর্ডারের। উত্তরসূরিদের প্রতি তোপ দাগানো এখনো থামাননি অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। পরে দুই টেস্টের কৌশল এখনই ঠিক করতে স্মিথদের আপাতত সংবাদমাধ্যমে কান পাতা ও চোখ রাখতে বারণ করেছেন তিনি।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার
ছবি: টুইটার

ফক্স ক্রিকেটকে ৬৭ বছর বয়সী কিংবদন্তি বলেছেন, ‘অন্তত দুই দিন ওদের রেডিও শোনা ও খবরের কাগজ পড়া বন্ধ রাখতে হবে। জানি, ওরা একটু-আধটু তা করবেও। এসব বাদ দিয়ে ওদের একসঙ্গে বসতে হবে। কীভাবে বিশ্বমানের স্পিন সামলানো উচিত, সেই উপায় খুঁজে বের করতে হবে। আড়াআড়ি ব্যাটে খেলা কোনো সমাধান নয়। ইনিংসের শুরুর দিকে তো নয়-ই। অবশ্যই ওদের আলোচনায় এ ব্যাপারগুলো উঠে আসবে।’

আরও পড়ুন

দিল্লি টেস্টের প্রথম ইনিংসে সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়েছিলেন উসমান খাজা। কিন্তু অপ্রয়োজনীয় এক রিভার্স সুইপ করতে গিয়ে আউট হন এই ওপেনার। বোর্ডার মনে করেন, অচেনা কন্ডিশনে থিতু হওয়ার পরও এ ধরনের শট খেলা উচিত নয়, ‘প্রথম ইনিংসে খাজা সত্যিই ভালো ব্যাটিং করেছে। কিন্তু এ ধরনের পিচে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বল নিচু হয়ে আসায় রিভার্স সুইপ বিপজ্জনক।’

আরও পড়ুন

উত্তরসূরিদের শাসালেও তাঁদের জন্য মায়া হচ্ছে অস্ট্রেলিয়ার প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়কের, ‘ব্যাটসম্যানদের জন্য আমার দুঃখ হচ্ছে। ওরা এখনো শিখছে, এ ধরনের (ভারতীয় স্পিন) বোলিংয়ের সঙ্গে মানিয়ে নিচ্ছে। এটা খুব কঠিন কাজ। এর উত্তর আমারও জানা নেই।’