চ্যাম্পিয়নস ট্রফির জন্য পাকিস্তান কতটা প্রস্তুত, দেখবে আইসিসি

দুবাইয়ে আইসিসির সদরদপ্তররয়টার্স

আগামী বছর ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা চ্যাম্পিয়নস ট্রফি। টুর্নামেন্টটি আয়োজনে পাকিস্তান কতটা প্রস্তুত, তা দেখতে ও বুঝতে নিজেদের একটি প্রতিনিধিদলকে পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আরও পড়ুন

ভারতের সংবাদমাধ্যম ‘স্পোর্টস তাক’–এর তথ্য অনুযায়ী, চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের প্রস্তুতি ও অন্যান্য বিষয় দেখতে আগামী ১০ দিনের মধ্যে পাকিস্তানে যেতে পারে আইসিসির প্রতিনিধিদল। ১৯৯৬ বিশ্বকাপের পর চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে প্রথমবারের মতো নিজেদের মাটিতে বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান। এই টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তানের তিনটি বিখ্যাত শহর লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। এই তিন শহরের ভেন্যুর প্রস্তুতি ও অন্যান্য ফ্যাসিলিটিজ দেখতে প্রতিনিধিদল পাঠাবে আইসিসি।

প্রতিনিধিদল পাকিস্তান ঘুরে যাওয়ার পর চ্যাম্পিয়নস ট্রফির সূচি প্রকাশ করবে আইসিসি। টিকিট বিক্রিও শুরু হবে আইসিসির প্রতিনিধিদল পাকিস্তান ঘুরে যাওয়ার পর।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম
পিসিবি

২০১৭ সালে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজিত হয়েছে। সেবার ওভালের ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সেটা ছিল পাকিস্তানের প্রথম আইসিসি টুর্নামেন্টের শিরোপা জয়। এবার চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির স্টেডিয়াম সংস্কারে এর আগে ১২৮০ কোটি পাকিস্তানি রুপি বরাদ্দ দিয়েছে পিসিবি। আপাতত আগামী বছর ফেব্রুয়ারি ও মার্চের মধ্যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চূড়ান্ত সূচি পরে জানাবে আইসিসি।

আরও পড়ুন

তবে পাকিস্তানে টুর্নামেন্টটি আয়োজিত হতে যাওয়ায় ভারত সেখানে খেলতে যাবে কি না, তা এখনো অনিশ্চিত। এ কারণে টুর্নামেন্টটি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে অনিশ্চয়তাও দেখছেন কেউ কেউ। গত বছর এশিয়া কাপ পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারত সেখানে খেলতে যেতে রাজি না হওয়ায় টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়। বেশ কিছু ম্যাচ শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয়।

ভারত ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যাবে কি না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি বিসিসিআই
এএফপি

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি অবশ্য পাকিস্তানে ভারতের খেলতে যাওয়া নিয়ে আশাবাদী। চ্যাম্পিয়নস ট্রফির সব ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার বিষয়েও আশাবাদী তিনি। কিছুদিন আগে নাকভি জানিয়েছেন, এ বিষয়ে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহর সঙ্গে যোগাযোগও রাখছেন। জয় শাহ কিছুদিনের মধ্যে আইসিসি চেয়ারম্যানের দায়িত্ব নেবেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ এ বিষয়ে নাকভির মন্তব্যও প্রকাশ করেছিল, ‘চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানেই আয়োজিত হবে। অংশ নিতে যাওয়া দলগুলোর বোর্ডের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। আমরা জয় শাহর সঙ্গেও যোগাযোগ রাখছি।’