মোস্তাফিজের বিশ্বাসই হচ্ছে না, তামিম অবসর নিয়েছেন
হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়ে অনেকেই অবাক করেছেন তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঝে তামিমের এমন বিদায় মেনে নিতে পারছেন না কেউ কেউ। আজ দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন ডেকে তামিম আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর এ নিয়ে চলছে নানা রকমের আলোচনা।
১৬ বছরের ক্যারিয়ারে কতজনের সঙ্গে খেলেছেন তামিম ইকবাল। ক্রিকেটকে তামিম বিদায় বলে দেওয়ার পর তাঁর সতীর্থদের অনেকেই এটা নিয়ে কথা বলেছেন। মেহেদী হাসান মিরাজ, তাসিকন আহমেদ ও মুমিনুল হক তাঁকে মিস করবেন বলে জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বাংলাদেশের পেসার মোস্তাফিজ তো বিশ্বাসই করতে পারছেন না যে তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
তামিমের বিদায় নিয়ে মোস্তাফিজ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘খবরটা শুনে হতাশ হয়েছি। আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি সব সময় আপনার পথনির্দেশনা আর আমার কাঁধে সাহায্যের হাত মিস করব।’
তামিমকে মিস করবেন তাঁর আরেক সতীর্থ সৌম্য সরকারও। বাংলাদেশের অনেক ম্যাচেই তামিমের ওপেনিং সঙ্গী হিসেবে খেলেছেন সৌম্য। তামিমের এ ওপেনিং সঙ্গী তাঁর প্রতিক্রিয়ার শুরুটা করেছেন এভাবে, ‘বিদায় বলাটা আমাদের জীবনেরই একটা অংশ। এ নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই। এর চেয়ে বরং সুন্দর স্মৃতিগুলো হাতড়ানো যাক আর তাকানো যাক সুন্দর ভবিষ্যতের দিকে।’
সৌম্য এরপর লিখেছেন, ‘আপনি আমাদের সঙ্গে শত স্মৃতি রেখে যাচ্ছেন। আপনাকে আমরা সবাই মিস করব। আপনার নতুন গন্তব্যের প্রতি যাত্রাটা সুন্দর হোক। ভাই, সবকিছুর জন্য ধন্যবাদ।’
তামিমের বিদায়ের পর ফেসবুকে পোস্টে এই তাসকিন লিখেছেন, ‘আপনার সঙ্গে যাত্রাটা অনেক দিনের, মাঠে এবং মাঠের বাইরে আপনার সঙ্গে রয়েছে অনেক মুহূর্ত ও স্মৃতি। ভাই ও অধিনায়ক হিসেবে আপনি আমাদের যে সমর্থন দিয়েছেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমরা আপনাকে মিস করব তামিম ভাই।’ মুমিনুলও লিখেছেন তামিমকে মিস করার কথা।
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কাছে তামিম একজন জীবন্ত কিংবদন্তি, ‘বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি, দেশের হয়ে ১৫ হাজারের বেশি আন্তর্জাতিক রান! আমি তামিম ভাইয়ের কাছ থেকে খেলা এবং জীবন সম্পর্কে অমূল্য শিক্ষা পেয়েছি। এবং আমি আপনার অটল সমর্থন, বিশ্বাসের জন্য চিরকাল কৃতজ্ঞ থাকব। আপনি ঐশ্বরিক গুণাবলির সঙ্গে দারুণ এক ক্রীড়াবিদ। খেলোয়াড়, ভক্ত এবং খেলা নিজেই আপনাকে মিস করবে, তামিম ভাই।’