ভারতের সাবেক ক্রিকেটারের ছেলে ইংল্যান্ড দলে

হ্যারি সিংল্যাঙ্কাশায়ার ক্রিকেট

জন্ম ভারতে কিংবা ভারতীয় মা–বাবার ঘরে, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ইংল্যান্ডের হয়ে—এমন ক্রিকেটারের সংখ্যা কম নয়। ভারতীয় বাবার ঘরে জন্ম নেওয়া নাসের হুসেইন তো ইংল্যান্ডকে নেতৃত্বও দিয়েছেন। এবার ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলতে নেমেছেন এমন একজন, যাঁর বাবা ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।

নাম তাঁর হ্যারি সিং। ২০ বছর বয়সী এই ক্রিকেটার আছেন চলমান ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টের দলে। হ্যারি অবশ্য একাদশে নেই, আছেন দ্বাদশ খেলোয়াড় হিসেবে। বুধবার শুরুর ম্যাচে একাধিকবার বদলি ফিল্ডার হিসেবে মাঠেও নেমেছেন।

হ্যারি মূলত ব্যাটসম্যান। খেলেন কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারে। হ্যারির বাবা রুদ্র প্রতাপ সিং সিনিয়র। ভারতীয় ক্রিকেট এখন পর্যন্ত দুজন রুদ্র প্রতাপ (আর পি) সিং পেয়েছে। দুজনই বাঁহাতি পেসার, দুজনের বাড়িই উত্তর প্রদেশে। ২০০৫ থেকে ২০১১ সালের মধ্যে ভারতের হয়ে তিন সংস্করণে মোট ৮২টি ম্যাচ খেলেছেন দ্বিতীয় আর পি সিং। এই আর পি সিংয়ের কারণে ১৯৮৬ সালে অভিষিক্ত আর পি সিংয়ের নামের সঙ্গে সিনিয়র যোগ করা হয়।

১৯৬৫ সালে জন্ম নেওয়া আর পি সিং সিনিয়র ভারতের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ওয়ানডে খেলেছিলেন। এরপর জাতীয় দলে আর সুযোগ না পেলেও প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন ১৯৯১ সাল পর্যন্ত। একপর্যায়ে ইংল্যান্ডে পাড়ি জমান আর পি সিং, যুক্ত হন ল্যাঙ্কাশায়ার ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কোচিংয়ে।

আরও পড়ুন

বাবার কর্মসূত্রে ইংল্যান্ডেই বেড়ে ওঠা হ্যারি সিংয়ের। ২০১২ সালে ল্যাঙ্কাশায়ারের খেলোয়াড় উন্নয়ন প্রক্রিয়ায় যুক্ত হয়ে ধীরে ধীরে পেশাদার ক্রিকেটে যুক্ত হন। ২০২২ সালে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরও করেছেন। একই বছর ল্যাঙ্কাশায়ারে নবীন ক্রিকেটার হিসেবে চুক্তিবদ্ধও হন তিনি। আর সর্বশেষ এ বছরের জুলাইয়ে ল্যাঙ্কাশায়ারের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটেও অভিষেক হয়েছে হ্যারির।

ওয়ানডে কাপে ৭ ম্যাচ খেলে অবশ্য নজরকাড়ার মতো কিছু করতে পারেননি। ১২.৪২ গড় আর ৬৪.৪৪ স্ট্রাইক রেটে করেছেন ৮৭ রান, সর্বোচ্চ ২৫। এ ছাড়া খণ্ডকালীন অফ স্পিনার হিসেবে আছে ২ উইকেট।