২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আশা জাগিয়েও দলকে জেতাতে পারলেন না মুশফিক

মুশফিককে সান্ত্বনা দিচ্ছেন প্রতিপক্ষ খেলোয়াড়ছবি: ইনস্টাগ্রাম

ম্যাচটা প্রায় একাই শেষ করে এনেছিলেন মুশফিকুর রহিম। ৬ বলে ২১ রানকে যখন অসম্ভব মনে হচ্ছিল, তখন মুশফিকের ব্যাটেই জয়ের সম্ভাবনা দেখছিল জোহানেসবার্গ বাফেলো। শেষ ওভারের প্রথম বলে ১ রান নিয়ে মুশফিককে স্ট্রাইক দেন রবি বোপারা। টানা ৪ বলে চারটি চার মেরে দলকে জয়ের স্বপ্ন দেখান মুশফিক।

কিন্তু ১ বলে চার রানের সমীকরণ আর মেলাতে পারেননি বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটসম্যান। শেষ পর্যন্ত মুশফিকের দল হেরেছে ২ রানে। জিম আফ্রো টি–১০ লিগে এদিন আগে ব্যাট করতে নেমে ১০ ওভারে ১২১ রান সংগ্রহ করে ডারবান কালান্দার্স। জবাবে ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে জোহানেসবার্গ করে ১১৯ রান।

আরও পড়ুন

এদিন টস হেরে আগে ব্যাট করতে নামে ডারবান। হজরতুল্লাহ জাজাই ২ রান করে ফিরে গেলেও ব্যাট হাতে ঝড় তোলেন কিউই ব্যাটসম্যান টিম সেইফার্ট। ২০ বলে ৪ চার ও ৪ ছক্কায় করেন ৪৬ রান। এরপর ক্রেইগ আরভিন করেন ১৪ বলে ৩০ রান এবং আসিফ আলীর ব্যাট থেকে আসে ১০ বলে ৩১ রান। শেষ পর্যন্ত ডারবান থামে ১২১ রানে। ২২ রান দিয়ে ২ উইকেট নেন ওয়েলিংটন মাসাকাদজা।

জবাবে দ্রুত ২৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় জোহানেসবার্গ। মোহাম্মদ হাফিজের ১৩ বলে ৩০ ও ইউসুফ পাঠানের ১৫ বলে ৩২ রানে জয়ের আশা বাঁচিয়ে রাখে জোহানেসবার্গ। শেষ দিকে ম্যাচ জেতানোর দায়িত্ব ছিল মুশফিক ও বোপারার। একপর্যায়ে ৬ বলে প্রয়োজন ছিল ২১ রান। কিন্তু শেষ ওভারে জোহানেসবার্গ শেষ পর্যন্ত করে ১৮ রান। ৬ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন মুশফিক। এই হারে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা মুশফিকের জোহানেসবার্গ ৫ ম্যাচের মাত্র ১টিতে জিতে।