গোয়ালিয়রের উইকেট নিয়ে তাওহিদ হৃদয়ের ধারণা অন্যদের উল্টো

বাংলাদেশের ব্যাটসম্যান তাওহিদ হৃদয়প্রথম আলো

বাংলাদেশ-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছে শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম। অভিষেক ম্যাচে এই মাঠের উইকেট কেমন আচরণ করবে, তা নিয়ে চলছে নানা আলোচনা।

প্রথম দিনের অনুশীলন দেখার পর অনেকেই ধারণা করছেন, মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই মাঠে বড় স্কোরই হতে যাচ্ছে। মূলত মাঠের মাঝখান থেকে লিটন দাস-তাওহিদ হৃদয়দের বিশাল বিশাল ছক্কাগুলোই তেমন ইঙ্গিত দিচ্ছিল।স্পিনারদের বল সোজা যাচ্ছিল এবং পেসাররা সুইং পেলেও বল আসছিল ব্যাটে।

যেখান থেকে আগামীকালের উইকেটে বড় সংগ্রহ হবে বলে ধারণা করা হচ্ছে। তা ছাড়া এই মাঠের রেকর্ডেও তেমন কিছুর পূর্বাভাস আছে। পাশাপাশি উইকেট ব্যাটসম্যানদের জন্য সহায়ক হতে পারে বলে মন্তব্য করেছিলেন মধ্যপ্রদেশের এক কর্মকর্তাও। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসে তাওহিদ হৃদয়ও কথা বললেন উইকেট নিয়ে। হৃদয়ের কাছে অবশ্য উইকেটকে মন্থর ও নিচু বাউন্সেরই মনে হয়েছে। তবে উইকেট যেমনই হোক, ভালো কিছু করার সুযোগ দেখছেন বাংলাদেশের ব্যাটসম্যান।

আরও পড়ুন

গোয়ালিয়রের উইকেট কেমন দেখছেন, জানতে চাইলে হৃদয় বলেছেন, ‘আমরা এখানে দুই দিন অনুশীলন করলাম। উইকেট কিছুটা মন্থর ও নিচু বাউন্সের। আমরা মাঠকর্মীদের কাছ থেকে তথ্য নিচ্ছি। ঘরোয়া ক্রিকেটের কিছু ম্যাচও হয়েছে এখানে। মনে হচ্ছে উইকেটটা মন্থরই হবে। আমরা আমাদের মতো খেলার চেষ্টা করব।’

বোববার বাংলাদেশ–ভারত ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হবে গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামের
মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন

গোয়ালিয়রের এই মাঠে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ হতে যাওয়ায় উইকেট নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। তাই খেলা শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান হৃদয়, ‘টি-টোয়েন্টি তো রানের খেলা। অবশ্যই সবাই রান চায়। এখানে আন্তর্জাতিক ম্যাচ এখনো হয়নি। ঘরোয়া ক্রিকেটের খেলা এবং আন্তর্জাতিক ম্যাচ আলাদা ব্যাপার। আমি মনে করি, এখানে খেলাটা শুরু হলে বুঝতে পারব। উইকেটটা কেমন হয় (বুঝতে পারব)। অনুশীলনে উইকেট দেখে বুঝেছি, এখানে উইকেট মন্থর ও নিচু বাউন্সের। এ রকম উইকেটে বড় রানের ম্যাচ খুব কমই হয়। আইপিএলের খেলাও এখানে হয়নি। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।’

আরও পড়ুন

উইকেট নিয়ে ধোঁয়াশা থাকলেও লক্ষ্যে অবিচল বাংলাদেশ। এর আগে ২০১৯ সালে সর্বশেষ ভারতের বিপক্ষে তাদের মাঠে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গিয়ে প্রথম ম্যাচে জিতেছিল বাংলাদেশ। দিল্লিতে সেবার প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়টি ছিল ৭ উইকেটের। এবারও জয় দিয়েই শুরু করতে চান হৃদয়, ‘এখানে আমাদের খুব ভালো সুযোগ আছে পারফর্ম করার। আমরা অবশ্যই জিততে চাইব। এটাই, আর কিছু নয়।’