ভিনি নন, বাংলাদেশের ভোট পেয়েছেন রদ্রি-মেসি

প্রথমবারের মতো ফিফা দ্য বেস্ট জিতেছেন ভিনিসিয়ুস জুনিয়রএএফপি

ভোট দিয়েছেন কোচরা, ভোট দিয়েছেন অধিনায়কেরা, ভোট দিয়েছেন সাংবাদিকেরাও। এমনকি ভক্ত–সমর্থকেরাও পেরেছেন ফিফা দ্য বেস্ট পুরস্কারে সেরা খেলোয়াড়কে ভোট দিতে। ভোটাভুটিতে স্পেনের রদ্রির চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে থেকে ২০২৪ সালের ফিফা ‘দ্য বেস্ট’ ফুটবলারের পুরস্কার জিতেছেন ভিনিসিয়ুস জুনিয়র।

সব ধরনের ভোট মিলিয়ে ভিনিসিয়ুস জিতলেও রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বাংলাদেশ থেকে সর্বোচ্চ ভোট পাননি। বাংলাদেশের ব্যক্তিপর্যায়ের তিন ভোটদাতার মধ্যে কেউই ভিনিসিয়ুসকে এক নম্বরে রাখেননি। দুজনের চোখে বর্ষসেরা খেলোয়াড় রদ্রি, একজনের চোখে লিওনেল মেসি। এমনকি মেয়েদের ফুটবলে যিনি বর্ষসেরা হয়েছেন, তিনি বাংলাদেশ নারী ফুটবল দল অধিনায়কের প্রথম তিন ভোটের একটিও পাননি।

ফিফা দ্য বেস্ট পুরস্কারে সেরা খেলোয়াড় নির্বাচনের জন্য জুরিবোর্ড ১১ জনকে মনোনয়ন দিয়েছিল। ভোটাররা যাঁকে সবচেয়ে সেরা মনে করেছেন, তাঁকে দিয়েছেন এক নম্বর ভোট। এই ভোটের মান ৫ পয়েন্ট। দ্বিতীয় নম্বরে থাকা খেলোয়াড়ের জন্য ৩ পয়েন্ট এবং তিন নম্বরে থাকা খেলোয়াড়ের জন্য বরাদ্দ ছিল ১ পয়েন্ট।

১১ জনের মধ্যে ভিনিসিয়ুস অধিনায়ক (৬১৭) ও ভক্তদের (১১ লাখ ৪৭ হাজার) ভোটে জিতেছেন। আর রদ্রি জিতেছেন কোচ (৪৬১) ও সংবাদকর্মীদের ভোটে (৫৪৩)। প্রতিটি বিভাগের ভোটের ওজন ছিল ২৫ শতাংশ করে। মোট ১০০ ভাগ ভোটের মধ্যে ভিনিসিয়ুসের স্কোরিং পয়েন্ট ৪৮, রদ্রির ৪৩।

বাংলাদেশ থেকে দুটি প্রথম বা শীর্ষ ভোট (৫ পয়েন্ট) পেয়েছেন রদ্রি। বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা ও ক্রীড়া সাংবাদিক রায়হান আল মুঘনী শীর্ষে রেখেছেন রদ্রিকে। ম্যানচেস্টার সিটিতে খেলা স্পেনের এই মিডফিল্ডার অক্টোবরে ফুটবলের আরেক মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর জিতেছিলেন।

আরও পড়ুন

বাংলাদেশ কোচ কাবরেরা অবশ্য দ্বিতীয় ভোটটি দিয়েছেন ভিনিসিয়ুসকে। আর স্প্যানিশ এই কোচের তৃতীয় ভোটটা পড়েছে তাঁরই স্বদেশি ফুটবলার দানি কারভাহালের বাক্সে। কারভাহাল তৃতীয় ভোট পেয়েছেন বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক প্রতিনিধির পক্ষ থেকেও, আর দ্বিতীয় ভোট পেয়েছেন জুড বেলিংহাম।

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়কের প্রথম ভোটটা অবশ্য রদ্রি বা ভিনি কেউই পাননি। গত মাসে মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচের দ্বিতীয়টিতে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন সোহেল রানা। বছরের শেষ ম্যাচের অধিনায়ক হিসেবে সোহেল ফিফা দ্য বেস্টে ভোট দিতে গিয়ে এক নম্বরে রেখেছেন লিওনেল মেসিকে।

ফিফা দ্য বেস্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
এএফপি

ভোটাভুটির ফলে দেখা যাচ্ছে, মনোনীত ১১ জনের মধ্যে মেসি হয়েছেন ষষ্ঠ, কারভাহাল, লামিনে ইয়ামালদেরও পরে। সোহেল তাঁর তিন পয়েন্টের দ্বিতীয় ভোটটি দিয়েছেন ভিনিসিয়ুসকে, তৃতীয়টি বেলিংহামকে।

নারী ফুটবলে বর্ষসেরা হয়েছেন স্পেনের আইতানা বোনমাতি। স্পেনের বোনমাতির স্কোরিং পয়েন্ট ৫২, দ্বিতীয় হওয়া বারবারা বানদার পয়েন্ট ৩৯। এই বিভাগে ভোট দিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ, অধিনায়ক। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করা পিটার বাটলার এক নম্বর ভোটটি দিয়েছেন বোনমাতিকে, দ্বিতীয়টি লুসি ব্রোঞ্জ, তৃতীয়টি বানদাকে।

আরও পড়ুন

ক্রীড়া সাংবাদিক হিসেবে নারী ফুটবলে ভোট দিয়েছেন মুজিবুর রহমান। তিনিও এক নম্বর ভোটটি বার্সেলোনায় খেলা বোনমাতিকেই দিয়েছেন, দ্বিতীয় লিন্ডসে হোরান, তৃতীয় ব্রোঞ্জ।

তবে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের ভোট পড়েছে সম্পূর্ণ ভিন্ন বাক্সে। সাবিনা ৫ পয়েন্টের শীর্ষ ভোটটি দিয়েছেন স্পেনের ওনা বাটলকে। বার্সেলোনার এই ফুলব্যাক ১৯ পয়েন্ট পেয়ে হয়েছেন নবম। ৩ পয়েন্টের দ্বিতীয় ভোটটি গেছে যুক্তরাষ্ট্রের নাওমি গিরমার নামে (চূড়ান্ত ফলে ১০ম)। সাবিনার তৃতীয় ভোট ছিল স্পেনের সালমা প্যারাগুয়েলোর বাক্সে (ষষ্ঠ)।