আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এশিয়ার বোলারদের মধ্যে যে কীর্তিতে হংকংয়ের আইয়ুশই প্রথম
কুয়ালালামপুরের বায়উয়েমাস ওভাল স্টেডিয়ামে রচিত হলো ইতিহাস। আজ মালয়েশিয়ার এই মাঠে টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মঙ্গোলিয়ার বিপক্ষে ইতিহাস গড়েছেন হংকংয়ের বোলার আইয়ুশ শুকলা। তৃতীয় বোলার হিসেবে তিনি আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ৪ ওভার বোলিং করে ৪টি মেডেন নিয়েছেন। এশিয়ার কোনো বোলারের এই কীর্তি এটাই প্রথম।
এর আগে কানাডার সাদ বিন জাফর ও নিউজিল্যান্ডের লকি ফার্গুসন আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ৪ ওভারেই মেডেন নেওয়ার কীর্তি গড়েন। ২০২১ সালে পানামার বিপক্ষে সাদ এই কীর্তি গড়েন। আর ফার্গুসন এ বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে ৪ ওভার বোলিং করে কোনো রান না দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
মঙ্গোলিয়ার বিপক্ষে কাল আইয়ুশ ৪টি মেডেন ওভার করে উইকেট নিয়েছেন একটি। হংকংয়ের হয়ে বোলিং ওপেন করে টানা ৪ ওভার বোলিং করেন আইয়ুশ। এ ম্যাচের আগে ৩৪টি আন্তর্জাতিক টি–টোয়েন্টি খেলে ২৯ উইকেট নিয়েছেন তিনি।
এর আগে গত বছর কম্বোডিয়ার বিপক্ষে ৩ ওভার বোলিং করে একটি মেডেন দিয়েছিলেন আইয়ুশ। সেই ম্যাচেও পেয়েছিলেন একটি উইকেট। গতকাল হংকং–মঙ্গোলিয়া ম্যাচে আরও দুটি রেকর্ড হয়েছে—আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তৃতীয় দ্রুততম সফল রান তাড়া আর আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তৃতীয় সর্বনিম্ন দলীয় স্কোর। প্রথমে ব্যাট করে মঙ্গোলিয়া ১৪.২ ওভারে মাত্র ১৭ রানে অলআউট হয়। হংকং ১ উইকেট হারিয়ে ১.৪ ওভারেই জয় নিশ্চিত করে ফেলে।