ম্যাকব্রাইন ও টাকারের বীরত্বে ঐতিহাসিক টেস্ট জয় আয়ারল্যান্ডের

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট জয়ের পর আয়ারল্যান্ড খেলোয়াড়দের উচ্ছ্বাস। আজ বেলফাস্টেছবি: ক্রিকেট আয়ারল্যান্ড

ম্যাচ সংখ্যার হিসাবে ৮, দিনের হিসাবে ২১২১—নিজেদের প্রথম টেস্ট জিততে বেশ সময় লেগেছিল আয়ারল্যান্ডের। গত মার্চে আবুধাবির টলারেন্স ওভালে তারা আফগানিস্তানকে হারিয়ে দিয়েছিল ৬ উইকেটে

তবে নিজেদের দ্বিতীয় টেস্ট জিততে আয়ারল্যান্ডের খুব বেশি সময় লাগল না। বেলফাস্টে অ্যান্ডি ম্যাকব্রাইন ও লোরকান টাকারের ব্যাটিং বীরত্বে এবার জিম্বাবুয়েকে ৪ হারিয়ে দিল আইরিশরা। দলটির প্রথম ও দ্বিতীয় টেস্ট জয়ের মাঝে ব্যবধান ১ ম্যাচ আর ১৪৯ দিন। ঘরের মাঠে এটিই আইরিশদের প্রথম জয়। জিম্বাবুয়ের বিপক্ষেও প্রথমবার টেস্ট খেলতে নেমে জিতল তারা। দলটি এর আগে একবারই ঘরের মাঠে টেস্ট খেলেছিল; ২০১৮ সালে নিজেদের অভিষেক টেস্ট। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি তারা হেরেছিল ৫ উইকেটে।

বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রিচার্ড এনগারাভার তোপে ২১ রানে ৫ উইকেট খুইয়ে হারের শঙ্কায় পড়েছিল আয়ারল্যান্ড। এরপর টাকার ও ম্যাকব্রাইন মিলে ১২ রান যোগ করার পর বৃষ্টি নামলে গতকাল তৃতীয় দিনের খেলার ইতি টানেন মাঠের দুই আম্পায়ার।

আরও পড়ুন

আজ চতুর্থ দিন এনগারাভা-মুজারাবানিদের সামলে আরও ৮৪ রান তোলেন টাকার-ম্যাকব্রাইন। নিজেদের টেস্ট ইতিহাসে ষষ্ঠ উইকেটে রেকর্ড এই জুটিতে (৯৬ রান) সব শঙ্কা উড়িয়ে জয়ের পথে এগোতে থাকে আয়ারল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে ৫৫ রানে অপরাজিত ছিলেন অ্যান্ডি ম্যাকব্রাইন
ছবি: ক্রিকেট আয়ারল্যান্ড

জয় থেকে ৪১ রান দূরে থাকতে টাকার ব্যক্তিগত ৫৬ রানে আউট হলেও মার্ক অ্যাডাইরকে নিয়ে বাকি কাজ সারেন ম্যাকব্রাইন। অ্যাডাইর ২৪ ও ম্যাকব্রাইন ৫৫ রানে অপরাজিত থাকেন।

অলরাউন্ড নৈপুণ্যে (দুই ইনিংস মিলিয়ে ৮৩ রান ও ৭ উইকেট) ম্যাচসেরা হয়েছেন ম্যাকব্রাইন।  

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৭১.৩ ওভারে ২১০ অলআউট
(মাসভাউরে ৭৪, গাম্বি ৪৯, উইলিয়ামস ৩৫; ম্যাকব্রাইন ৩/৩৭, ম্যাকার্থি ৩/৪২, অ্যাডাইর ২/৪৯)।

আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৫৮.৩ ওভারে ২৫০ অলআউট
(মুর ৭৯, ম্যাকব্রাইন ২৮, হামফ্রেইস ২৭*; চিভাঙ্গা ৩/৩৯, মুজারাবানি ৩/৫৩, উইলিয়ামস ২/১১)।

জিম্বাবুয়ে ২য় ইনিংস: ৭১ ওভারে ১৯৭ অলআউট
(মায়ার্স ৫৭, উইলিয়ামস ৪০, গাম্বি ২৪; ম্যাকব্রাইন ৪/৩৮, ইয়াং ২/৩৭, অ্যাডাইর ২/৪২)।

আয়ারল্যান্ড ২য় ইনিংস: ৩৬.১ ওভারে ১৫৮/৬
(টাকার ৫৬, ম্যাকব্রাইন ৫৫*, অ্যডাইর ২৪*; এনগারাভা ৪/৫৩, মুজারাবানি ২/৫২)।

ফল: আয়ারল্যান্ড ৪ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: অ্যান্ডি ম্যাকব্রাইন (আয়ারল্যান্ড)।