৫০০তম ম্যাচে কোহলির ১০০

৫০০তম আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরির দেখা পেলেন বিরাট কোহলিএএফপি

৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে সেঞ্চুরি পেলেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন পোর্ট অব স্পেনে এ মাইলফলকের দেখা পেলেন ভারতের সাবেক অধিনায়ক।

গতকাল ৮৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন কোহলি। আজ দিনের সপ্তম ওভারে শ্যানন গ্যাব্রিয়েলের অফ স্টাম্পের বাইরের হাফ ভলিতে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। ২০১৮ সালের পর দেশের বাইরে কোহলির এটি প্রথম টেস্ট সেঞ্চুরি।

গতকাল ৪ উইকেটে ২৮৮ রান নিয়ে দিন শেষ করা ভারত নিজেদের অবস্থান শক্ত করছে আরও। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯২ ওভারে ৪ উইকেটে ২৯২ রান তুলেছে তারা। কোহলির সঙ্গী রবীন্দ্র জাদেজা ফিফটি করে অপরাজিত ছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির এটি ৭৬তম সেঞ্চুরি। দুইয়ে থাকা রিকি পন্টিংয়ের ৭১ সেঞ্চুরির রেকর্ডকে ছাড়িয়ে গেছেন আগেই। শীর্ষে থাকা শচীন টেন্ডুলকারের সঙ্গে (১০০) দূরত্ব কমিয়ে আনলেন আরেকটু।

জাদেজাকে নিয়ে এগোচ্ছিলেন কোহলি
এএফপি

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এটি তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটি ২০১৬ সালে তাদের বিপক্ষেই নর্থ সাউন্ডে পেয়েছিলেন তিনি। প্রথম টেস্টে একমাত্র ইনিংসে ৭৬ রানে আউট হয়ে সেঞ্চুরির সুযোগ হারিয়েছেন বলতে হবে। আজ সে আক্ষেপ ঘোচালেন তিনি।

টেস্টে কোহলির এটি ২৯তম সেঞ্চুরি। এ সংস্করণে সেঞ্চুরির তালিকায় তাঁর ওপরে আছেন আরও ১৬ জন। ৫১ সেঞ্চুরি নিয়ে এখানেও সবার ওপরে টেন্ডুলকার।

গত বছরের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সেঞ্চুরি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০২০ দিনের সেঞ্চুরি–খরা কাটিয়েছিলেন কোহলি। এর পর থেকে এটি তাঁর ষষ্ঠ সেঞ্চুরি। টেস্টে দ্বিতীয়, সর্বশেষ গত মার্চে আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন।