‘অশ্বিনের ফটোকপি’ তো দরকার বাংলাদেশের
বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের জন্য অপেক্ষাটা এখন ৯ দিনের। দুই ম্যাচের সেই সিরিজকে সামনে রেখে অনুশীলন চলছে দুই দলেরই। বাংলাদেশ অনুশীলন করছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ভারতীয়দের ক্যাম্প চলছে চেন্নাইয়ে। ১৯ সেপ্টেম্বর এই শহরেই শুরু হবে প্রথম টেস্ট। চেন্নাইয়ের সেই অনুশীলন ক্যাম্পে ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এক স্পিনারের উপস্থিতি ভালোই আলোড়ন তুলেছে। হিমাংশু সিং নামের সেই স্পিনার বোলিং অ্যাকশনের কারণে ‘রবিচন্দ্রন অশ্বিনের ফটোকপি’ হিসেবেই পরিচিত। নেটে হিমাংশুকে খেলেই বাংলাদেশের অফ স্পিনার মেহেদী হাসান মিরাজকে সামলানোর অনুশীলন করছেন ভারতীয় ব্যাটসম্যানরা।
ভারতীয়রা তো নেটে ‘অশ্বিনের ফটোকপি’ পেয়ে গেছে। তবে ‘অশ্বিনের ফটোকপি’ বেশি দরকার ছিল বাংলাদেশের নেটেই। যে দুই ভেন্যুতে সিরিজের দুই টেস্ট, সেই চেন্নাই আর কানপুরে অশ্বিনের অবিশ্বাস্য রেকর্ড। দুই মাঠে ৬ টেস্টে ৪৬ উইকেট ভারতীয় অফ স্পিনারের। ঘরের মাঠ চেন্নাইয়ে ৪ টেস্টে ৩০ ও কানপুরে ২ ম্যাচে ১৬ উইকেট অশ্বিনের।
অশ্বিনের অভিষেকের পর এই দুই ভেন্যুতে স্পিনারদের রাজত্বই চলছে। ৪ ম্যাচে ২৬ উইকেট নিয়ে দুইয়ে বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। তিনে ২ ম্যাচে ১৩ উইকেট নেওয়া অক্ষর প্যাটেল। এই তিন স্পিনারই আছেন চেন্নাইয়ের প্রথম টেস্টে ভারতীয় দলে। চতুর্থ স্পিনার হিসেবে থাকা কুলদীপ যাদব এই দুই ভেন্যুর মধ্যে শুধু চেন্নাইয়ে একটি টেস্ট খেলে ২০.৫০ গড়ে নিয়েছেন ২ উইকেট।
ঘরের মাঠ চেন্নাইয়ে অশ্বিন প্রথম টেস্ট খেলেছেন ২০১৩ সালে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে ১২ উইকেট নেন টেস্টে ৫১৬ উইকেটের মালিক অশ্বিন। এরপর ২০১৬ ও ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে খেলা তিন টেস্টে ১৮ উইকেট পেয়েছেন, এর ১৭টিই সর্বশেষ দুই টেস্টে।
কানপুরের গ্রিন পার্কে অশ্বিন দুটি টেস্টই খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০১৬ সালে ১০ উইকেট নেওয়ার পর ২০২১ সালে পেয়েছেন ৬ উইকেট।
বাংলাদেশ এই ভেবে একটু স্বস্তি পেতে পারে যে চেন্নাই ও কানপুরে অশ্বিন বোলিং করেছেন তুলনামূলকভাবে স্পিনে দুর্বল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে। এ ছাড়া বাংলাদেশের বিপক্ষে ভারতীয় স্পিনারের রেকর্ডও একটু স্বস্তি দিতে পারে। বাংলাদেশের বিপক্ষে এ পর্যন্ত ৬ টেস্টে ২৩ উইকেট পেয়েছেন অশ্বিন, গড় ২৬.৭৮। গড়টা তাঁর ক্যারিয়ার গড়ের (২৩.৭৫) চেয়ে অনেক বেশি। বাংলাদেশের বিপক্ষে মাত্র একবারই ইনিংসে ৫ উইকেট নিতে পেরেছেন অশ্বিন, সেটি ২০১৫ সালে ফতুল্লায় (৫/৮৭)। বাংলাদেশের বিপক্ষে সেটিই ছিল অশ্বিনের প্রথম টেস্ট।
ভারতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে খেলা তিন টেস্টে একবারও ৫ উইকেট নিতে না পারা অশ্বিন পেয়েছেন ১১ উইকেট। ২০১৭ ও ২০১৯ সালের সেই তিন টেস্টে অবশ্য রাজত্ব ছিল ভারতীয় পেসারদের। ইশান্ত শর্মা, উমেশ যাদব ও মোহাম্মদ শামিরা মিলেই নিয়েছেন ৩৯ উইকেট, অশ্বিন-জাদেজারা পেয়েছেন ১৮ উইকেট।