১৫, ০, ৮, ৭, ০, ৫, ৩, ০, ০, ৮—হায়রে পাকিস্তান!

মুলতানে আজ ওপেনিং করেছেন শফিক ও সাইমএএফপি

টেস্টে জুটি গড়া বোধ হয় ভুলেই গেছেন পাকিস্তানের ওপেনাররা। ইনিংস শুরু করতে না করতেই কেউ না কেউ প্যাভিলিয়নের পথ ধরবেন, এটাই যেন পাকিস্তানের ওপেনারদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে।

আজ মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেও ওপেনিং জুটিতে রান তুলতে পারেনি শান মাসুদের দল। দলীয় ১৫ রানে আউট হয়েছেন ওপেনার আবদুল্লাহ শফিক। এতে ভুলে যাওয়ার মতো একটি পাকিস্তানি রেকর্ডও গড়েছেন দলটির ওপেনাররা।

পাকিস্তানের টেস্ট ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার টানা ১০ ইনিংসে ওপেনিং জুটিতে ২০ রানের কম উঠেছে। সর্বশেষ ১০ ইনিংসে পাকিস্তান ওপেনিং জুটিতে রান করেছে যথাক্রমে—১৫, ০, ৮, ৭, ০, ৫, ৩, ০, ০ ও ৮।

লিচ নিয়েছেন ২ উইকেট
এএফপি

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৫৬ রান করেছিল পাকিস্তান। সে ইনিংসে পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব দলীয় ৮ রানে আউট হয়ে যান। দ্বিতীয় ইনিংসে তো আবদুল্লাহ শফিক বোল্ড হন ইনিংসের প্রথম বলেই।

আরও পড়ুন

ইংল্যান্ড সিরিজের আগে আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের কাছেও দুই টেস্টের সিরিজে ধবলধোলাই হয় পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে হওয়া দুই টেস্টে পাকিস্তানের ওপেনারদের সর্বোচ্চ জুটি ৭ রানের। এর আগে অস্ট্রেলিয়া সফরেও ওপেনাররা বলার মতো কিছু করতে পারেননি। ৩ ম্যাচ টেস্ট সিরিজের সর্বশেষ তিন ইনিংসে ১০ রানের জুটিও গড়তে পারেননি ওপেনাররা। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তাঁরা গড়েছিলেন ৩৪ রানের জুটি।

১০
পাকিস্তানের ওপেনিং জুটি টানা যে কয়টি ইনিংসে ২০ রানের বেশি তুলতে পারেনি

টেস্টে পাকিস্তানের ওপেনাররা সর্বশেষ ৫০ রানের জুটি গড়েছিলেন অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টে। আবদুল্লাহ শফিক ও ইমাম-উল হক মিলে ৭৪ রানের জুটি গড়েন সেই ম্যাচে।

পাকিস্তানের সময়টা ভালো যাচ্ছে না। ঘরের মাঠে জয়হীন টানা ১১ টেস্টে। এমন পরিস্থিতিতে নতুন শুরুর আশায় দ্বিতীয় টেস্টের দলে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে পাকিস্তান। এমনকি বাদ দিয়েছে বাবর আজমের মতো ক্রিকেটারকে। নতুন শুরুর টেস্টে এই প্রতিবেদন লেখার সময় ২৪ ওভারে ২ উইকেটে ৬৯ রান তুলেছে পাকিস্তান।

আরও পড়ুন