২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

জাম্পার ট্যাটুতে ‘ডাবল বিশ্বকাপ’ এবং একজন অভিনেতা

অ্যাডাম জাম্পা ও তাঁর ট্যাটুইনস্টাগ্রাম

সীমিত ওভারে দুটি বিশ্বকাপ জয় স্মরণীয় করে রাখতে ট্যাটু করিয়েছেন অ্যাডাম জাম্পা। অস্ট্রেলিয়ান লেগ স্পিনারের ট্যাটু অবশ্য একটু অন্য রকমেরই।

খেলোয়াড়দের মধ্যে বিশেষ কোনো অর্জনের স্মরণে ট্যাটু করে রাখা নতুন ঘটনা নয়। ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ জয়ের পর পায়ে বিশ্বকাপ ট্রফি ট্যাটু করিয়েছিলেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ওপরে তিনটি তারকার সঙ্গে আর্জেন্টিনার তিনবার বিশ্বকাপ জেতার সাল লেখা—৭৮, ৮৬ ও ২২। সঙ্গে স্প্যানিশ ভাষায় লেখা ছিল, ‘প্যাশনই সাফল্যের পথ দেখাক।’

সেদিক থেকেও জাম্পার ট্যাটু একটু আলাদাই। ২০২১ সালে অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেন জাম্পা। এরপর গত বছর জেতেন ওয়ানডে বিশ্বকাপ। মেলবোর্নের ট্যাটু–শিল্পী মিক স্কয়ার্সকে দিয়ে ডান পায়ের ঊরুতে করানো জাম্পার ওই ট্যাটুতে দেখা যায়, টেকো মাথার চশমা পরা এক পুরুষ দুটি বিশ্বকাপ ট্রফি ধরে আছেন। একদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ, আরেক দিকে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। ওই ছবির নিচে ইংরেজিত লেখা, ‘প্রিটি গুড’।

চশমা পরা ওই ব্যক্তি আদতে আমেরিকান অভিনেতা ল্যারি ডেভিড। ‘কার্ব ইয়োর ইনথুজিয়াজম’, ‘সাইনফেল্ড’-এর মতো সিটকমের জন্য তিনি বিখ্যাত। ‘কার্ব ইয়োর ইনথুজিয়াজম’ সিরিজে ডেভিডের বিখ্যাত সংলাপ আছে—‘প্রিটি গুড’। শুধু একবার নয়, সংলাপে একাধিকবার ‘প্রিটি’ শব্দটি ব্যবহার করতেও শোনা যায় তাঁকে।

আরও পড়ুন

ট্যাটুতে ডেভিডের প্রতিকৃতির দুই হাতে দুটি বিশ্বকাপ ট্রফি ধরিয়ে দিয়েছেন জাম্পা। বিশ্বকাপ জেতা যে ‘প্রিটি গুড’ বা বেশ ভালো একটি ব্যাপার, বুঝিয়েছেন সেটিই! সেই ট্যাটুর ছবি ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করে আবার ডেভিডের উচ্চারণের মতো করে লিখেছেন, ‘প্রিটে প্রিটে প্রিটে প্রিটে গুড’।

দুটি বিশ্বকাপেই জাম্পার পারফরম্যান্স ‘প্রিটি গুড’ ধরনেরই ছিল। ২৩টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ও সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন এ লেগ স্পিনার। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিলেন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ও টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি।

আরও পড়ুন

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ইনস্টাগ্রামে সাবেক অধিনায়ক মাইকেল ভনকে খোঁচাও দিয়েছিলেন জাম্পা। ভন বিশ্বকাপের আগে বলেছিলেন, ‘এখন বলব, অস্ট্রেলিয়ার তেমন সুযোগ দেখি না। টি-টোয়েন্টি ক্রিকেটে তারা ভুগেছে। অস্ট্রেলিয়া খুব বেশি কিছু করবে বলে মনে করি না। ইংল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, হয়তো পাকিস্তান?’

বিশ্বকাপ জিতে ভনের ওই কথা হুবহু তুলে দিয়ে ট্রফি নিয়ে উদ্‌যাপনের ছবি পোস্ট করেছিলেন জাম্পা।

আরও পড়ুন