পাকিস্তানকে কোথায় উন্নতি করতে হবে, বললেন রিজওয়ান
বিশ্বকাপের শুরুটা দারুণ হয়েছিল পাকিস্তানের। হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮১ রানে ও শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে জিতেছিল পাকিস্তান। লঙ্কানদের দেওয়া ৩৪৫ রানের লক্ষ্য ছুঁয়ে বিশ্বকাপ ইতিহাসেরই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছিল বাবর আজমের দল। কিন্তু আহমেদাবাদে গত শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বাজেভাবে হেরে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। ওই হারের পর দেশটির সাবেক ক্রিকেটাররা বাবর–রিজওয়ানদের ব্যাপক সমালোচনায় মেতেছেন।
যদিও এক হারেই সব শেষ হয়ে যায়নি পাকিস্তানের। ৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে চারে আছে তারা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে বোলারদের দেদারসে রান বিলানো আর ভারতের কাছে অবিশ্বাস্য ব্যাটিং ধস পরের ম্যাচের আগে পাকিস্তানের মাথাব্যথার কারণ হয়ে ওঠার কথা।
বিষয়গুলো মোহাম্মদ রিজওয়ানকেও ভাবাচ্ছে। আগামীকাল বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে তাই দলের কোন জায়গায় উন্নতি করতে হবে, সেটা চিহ্নিত করেছেন। সর্বশেষ দুই ম্যাচের একটিতে বোলিং অন্যটিতে ব্যাটিংয়ে ভালো করতে না পারলেও রিজওয়ান মনে করেন, তাঁর দলের সবচেয়ে দুর্বলতার জায়গা ফিল্ডিং।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই ভিডিওতে রিজওয়ান বলেছেন, ‘আমার কাছে মনে হয় ফিল্ডিংয়ের সময় সতর্ক থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রয়োজনের সময় মাঠের গুরুত্বপূর্ণ জায়গাগুলো কীভাবে কাভার করতে পারি, সেটা বের করতে যাচ্ছি।’
তিন বিভাগের মধ্যে পাকিস্তানের ফিল্ডিংয়ে সবচেয়ে বেশি দুর্বলতা ফুটে উঠেছে। ফিল্ডারদের দুহাত গলে অনেক বল বেরিয়ে গেছে। ইমাম উল হক ও ইফতিখার আহমেদ সহজ দুটি ক্যাচও মিস করেছেন। দলটির বাজে ফিল্ডিং নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ট্রলও হয়েছে। সে কারণেই ফিল্ডিংয়ের উন্নতিতে বেশি জোর দিতে চাইছেন রিজওয়ান।
ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সঙ্গে আগের ১০ দেখায় পাকিস্তান পিছিয়ে আছে। পাকিস্তানের ৪ জয়ের বিপরীতে অস্ট্রেলিয়া জিতেছে ৬টি। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে আগামীকালের ম্যাচ নিয়ে রিজওয়ান বলেছেন, ‘আমাদের কাছে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। সামনে অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ। আমরা সেদিকে তাকিয়ে আছি।’
বাকি দলগুলোর চেয়ে পাকিস্তান পিছিয়ে নেই বলেও দাবি করেছেন ৩১ বছর বয়সী উইকেটকিপার–ব্যাটসম্যান, ‘আমি মনে করি, পরের ম্যাচগুলোতে আমাদের পরিস্থিতি বোঝার সামর্থ্যে নজর দিতে হবে। আমি বিশ্বাস করি, দলের সবাই বেশ দক্ষ। আমরা অন্যদের চেয়ে পিছিয়ে নেই। শুধু ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে হবে।’