২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

৩২৭ দিন পর ফিরেই ম্যাচসেরা বুমরা

ফিরেই ম্যাচসেরা বুমরাছবি: টুইটার

সেই পুরোনো বুমরাই। দেখে বোঝার উপায় নেই ৩২৭ দিন পর মাঠে ফিরছেন যশপ্রীত বুমরা। প্রায় ১১ মাস পর মাঠে ফিরেই প্রথম ওভারে দুই উইকেট তুলে নিয়েছেন এই পেসার।

৪ ওভারে ২৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। হয়েছেন ম্যাচসেরা। বুমরার ফেরার দিনে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে আয়ারল্যান্ডকে ২ রানে হারিয়েছে ভারত।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড তুলেছিল ২০ ওভারে ১৩৯ রান। জবাবে ৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৭ রান তুলতেই বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। এরপর বৃষ্টি না থামলে বৃষ্টি আইনে ২ রানের জয় পায় ভারত। রুতুরাজ গায়কোয়াড় ১৬ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন। এই জয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।

আরও পড়ুন

২৯ বছর বয়সী বুমরা ভারতের হয়ে সর্বশেষ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপও মিস করেছেন বুমরা। পিঠে অস্ত্রোপচার করানোর পর লম্বা বিরতিতে যেতে হয়েছে তাঁকে।

সফল অস্ত্রোপচারের পর লম্বা পুনর্বাসনের শেষ দুই মাস বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে কাটিয়েছেন বুমরা। সেখানে ধীরে ধীরে বোলিংয়ের পরিমাণ বাড়িয়েছেন। সেখানে কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন। এরপর আয়ারল্যান্ড সিরিজে এই পেসার ফিরেছেন অধিনায়ক হিসেবে। বল হাতে বুমরা ফেরার প্রথম পরীক্ষায় সফল হয়েছেন বলতে হবে।

অভিষেক ম্যাচে ২ উইকেট নিয়েছেন প্রসিধ কৃষ্ণা
ছবি: টুইটার

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছে পেসার প্রসিধ কৃষ্ণার। অভিষেক ম্যাচে এই পেসার নিয়েছেন ৩২ রানে ২ উইকেট। স্পিনার রবি বিষ্ণুই নিয়েছেন ২ উইকেট।

ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়েই বড় স্কোর তুলতে পারেনি আয়ারল্যান্ড। যদিও ৩১ রানে ৫ উইকেট হারানো আয়ারল্যান্ড শেষ দিকে ভালো করেছে, এর কৃতিত্ব ৮ নম্বরে নামা ব্যাটসম্যান ব্যারি ম্যাকার্থির। ৩৩ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটসম্যান।

আরও পড়ুন