ভারতের বিশ্বকাপ দল চূড়ান্ত, কে আছেন কে নেই

ভারতের বিশ্বকাপ দলে কারা থাকছেন, চূড়ান্ত করেছে নির্বাচক কমিটিছবি: এএফপি

সম্পূর্ণ ফিট না থাকায় এশিয়া কাপের প্রথম রাউন্ডে খেলা হচ্ছে না লোকেশ রাহুলের। পাকিস্তানের বিপক্ষে তাঁর জায়গায় নেমে ৮২ রানের ইনিংস খেলেছেন ঈশান কিষান। ভারতের বিশ্বকাপ দলে রাখা হয়েছে দুই উইকেটকিপার-ব্যাটসম্যানকেই।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শনিবার ভারত-পাকিস্তান এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচের পরপরই ১৫ সদস্যের বিশ্বকাপ দল চূড়ান্ত করেছে বিসিসিআইয়ের নির্বাচক কমিটি। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি আনুষ্ঠানিকভাবে আজই ঘোষণা করা হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগারকার দল নিয়ে চূড়ান্ত আলাপ করতে শ্রীলঙ্কায় গিয়েছিলেন। শনিবার ক্যান্ডিতে ভারত-পাকিস্তান ম্যাচের পর অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠকে বসে তিনি। আলোচনায় চূড়ান্ত হওয়া দলে নেই সঞ্জু স্যামসন, যিনি চলতি মাসে শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে ছিলেন। স্টান্ড-বাই হিসেবে আছেন এশিয়া কাপেও। এশিয়া কাপের ১৮ সদস্যের দলে থাকা তিলক ভার্মা আর প্রসিধ কৃষ্ণাকেও বিশ্বকাপে রাখা হয়নি।

আরও পড়ুন

ভারতের ব্যাটিং লাইন আপ সাজানো হয়েছে রোহিত, শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষান ও সূর্যকুমার যাদবকে নিয়ে। অলরাউন্ডার বিভাগে আছেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও শার্দুল ঠাকুর। আর বোলিং বিভাগে যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজের সঙ্গে কুলদীপ যাদব।

আইপিএলের শুরুর দিকে চোট পাওয়া রাহুল এশিয়া কাপের আগপর্যন্ত দলের বাইরে ছিলেন। সম্পূর্ণ সুস্থ থাকায় তাঁকে এশিয়া কাপের দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে জানিয়েছিলেন আগারকার। তবে নতুন আরেকটি চোটে এশিয়া কাপের প্রথম রাউন্ডে খেলা হচ্ছে না রাহুলের। এই চোট যদিও গুরুতর নয়। ৫ অক্টোবর শুরু হতে যাওয়া বিশ্বকাপে তাঁকে শতভাগ ফিট পাওয়া যাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

আইসিসির কাছে বিশ্বকাপের চূড়ান্ত দল জমা দেওয়ার শেষ দিন ৫ সেপ্টেম্বর। তবে মেডিকেল টিম রাহুলের বিষয়ে ছাড়পত্র দেওয়ায় শেষ সময় পর্যন্ত অপেক্ষার অর্থ দেখে না নির্বাচক কমিটি। এ দিকে এনডিটিভির খবরে বলা হয়েছে, আজ আনুষ্ঠানিকভাবে ভারতের বিশ্বকাপ দল ঘোষণা করা হবে।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড (সম্ভাব্য):

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।

আরও পড়ুন