সৌম্যর আঙুলে ৫ সেলাই, নেই শেষ টি–টোয়েন্টিতে

চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন সৌম্য সরকারআইসিসি

হরিষে বিষাদের মতোই এল খবরটা। আর্নস ভেলে বাংলাদেশ ২৭ রানে জিতেছে দ্বিতীয় টি–টোয়েন্টি, সিরিজ জিতে গেছে এক ম্যাচ হাতে রেখেই। অথচ এই ম্যাচেই কিনা আঙুলে চোট পেয়ে সপ্তাহ তিনেকের জন্য মাঠের বাইরে চলে গেলেন সৌম্য সরকার!

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টি–টোয়েন্টিতে খেলা হবে না তাঁর।
সৌম্যর সিরিজ থেকে ছিটকে পড়ার দুঃসংবাদ জানিয়ে আজ বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সেন্ট ভিনসেন্টের আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের সপ্তম ওভারে ক্যাচ নিতে গিয়ে ডান হাতের তর্জনীতে চোট পান সৌম্য। এরপর আর তিনি মাঠে থাকতে পারেননি। চোটের কারণে তাঁকে তিন থেকে চার সপ্তাহের মতো খেলার বাইরে থাকতে হতে পারে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন, ‘ফিল্ডিংয়ের সময় সৌম্যর ডান হাতের তর্জনী কেটে যায়, পাঁচটি সেলাই লেগেছে তাতে। ম্যাচ শেষে করা এক্স–রেতে চোট পাওয়া জায়গায় কিছুটা বিচ্যুতিও দেখা গেছে। সুস্থ হতে তার তিন–চার সপ্তাহ লাগতে পারে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ছিলেন না সৌম্য। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে রান না পেলেও শেষ ম্যাচে ৭৩ বলে করেছেন ৭৩ রান। সেই ছন্দ ধরে রেখে আর্নস ভেলের প্রথম টি–টোয়েন্টিতে করেন ৩২ বলে ৪৩। কাল দ্বিতীয় টি–টোয়েন্টিতে রানআউট হওয়ার আগে করেন ১১ বলে ১৮ রান।

আরও পড়ুন