২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

হায়দরাবাদের বিপক্ষে আজ মোস্তাফিজকে পাচ্ছে না চেন্নাই

বেগুনি টুপি মাথায় মোস্তাফিজইনস্টাগ্রাম

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে জরুরি ভিত্তিতে ঢাকায় এসেছিলেন আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলা মোস্তাফিজুর রহমান। গতকাল জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ভিসার কাজ সারতে মোস্তাফিজ গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের দূতাবাসে। সেখানে পাসপোর্ট জমা দেন এই বাঁহাতি পেসার।পাসপোর্ট ফিরে না পাওয়া পর্যন্ত ভারতের টিকিট কাটতে পারছেন না তিনি।

যে কারণে আজ আইপিএলে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের চতুর্থ ম্যাচে খেলা হচ্ছে না মোস্তাফিজের।

আরও পড়ুন

চেন্নাইয়ের পরের ম্যাচ আগামী ৮ এপ্রিল, প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। সে ম্যাচের আগে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেন কি না, সেটিই এখন দেখার বিষয়।

এবারের আইপিএলের শুরু থেকেই পাঁচবারের চ্যাম্পিয়ন দল চেন্নাইয়ের একাদশে নিয়মিত বাংলাদেশ দলের এই বাঁহাতি পেসার। ৩ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়ে মোহিত শর্মার সঙ্গে যৌথভাবে এখন পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি মোস্তাফিজ। আইপিএলের উদ্বোধনী ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরাও হয়েছেন বাংলাদেশের পেসার।

আরও পড়ুন