সিরাজকে জরিমানা, হেডকে শুধু তিরস্কার করেই ছেড়ে দিল আইসিসি

সেই মুহূর্ত, হেডকে আউট করার পর সিরাজের ‘বিতর্কিত’ উদ্‌যাপন। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনের ঘটনাএএফপি

প্রায় নিশ্চিতই ছিল শাস্তি পেতে যাচ্ছেন মোহাম্মদ সিরাজ ও ট্রাভিস হেড। অ্যাডিলেড টেস্টে কথার যুদ্ধ হয়েছিল দুজনের মধ্যে। ভারতীয় পেসার সিরাজ হেডকে ফেরানোর পর সূত্রপাত সেই ঘটনার। শেষ পর্যন্ত শাস্তি পেলেন দুজন।

আইসিসি আজ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সিরাজকে ম্যাচ ফির ২০ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে। একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে সিরাজের হিসাবের খাতায়। হেডের শৃঙ্খলা-সংক্রান্ত খাতাতেও যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। তবে কোনো জরিমানা করা হয়নি তাঁকে, শুধু তিরস্কার করা হয়েছে।

অ্যাডিলেডে ভারতের বিপক্ষে ১৪০ রানের ইনিংস খেলে হেড আউট হওয়ার পর তাঁকে ড্রেসিংরুমের পথ দেখিয়ে দেন সিরাজ। টিভি পর্দায় দেখা গেছে, চলে যাওয়ার সময় হেড সিরাজকে কিছু একটা বলেন। সিরাজও চোখ দুটি বড় করে রেগে লাল হয়ে যান।

অ্যাডিলেড টেস্টে এমন দৃশ্য অনেকবারই দেখা গেছে
এএফপি

ড্রেসিংরুমে ফেরার আগে হেড আসলে কী বলেছিলেন, তা শোনা যায়নি। পরে হেডের কাছে জানতে চাওয়া হয়, কী বলেছিলেন তিনি। তাঁর উত্তর, ‘আমি তাকে মজা করে বলেছিলাম, ভালো বল করেছ। কিন্তু সে অন্য কিছু মনে করেছে। সে যখন আমাকে ড্রেসিংরুমের দিকে চলে যাওয়ার ইঙ্গিত করেছে, তখন আমি কিছু কথা শুনিয়েছি। তবে পুরো বিষয় যেভাবে প্রকাশ হলো, তাতে আমি কিছুটা হতাশ।’

আরও পড়ুন

কিন্তু হেডের দাবি উড়িয়ে দেন সিরাজ। ভারতের এই পেসার দাবি করেন, সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মিথ্যাচার করেছেন। অ্যাডিলেড টেস্টে তৃতীয় দিনের খেলা শুরুর আগে স্টার স্পোর্টসকে ৩০ বছর বয়সী এ বোলার বলেন, ‘আমি ভালো বল করেছি, সংবাদ সম্মেলনে বলা তার (হেডের) এই কথা পুরোপুরি মিথ্যা। টিভিতে দেখলেই বুঝবেন, সে আসলে কী বলেছিল। আমি শুধু উদ্‌যাপন করেছিলাম। কিন্তু সে আমাকে প্রথমে গালিগালাজ করে। আপনি গিয়ে টিভিতে আবার হাইলাইটস দেখতে পারেন।’

আরও পড়ুন