ক্যারিয়ার–সেরা র‍্যাঙ্কিংয়ে লিটন

ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে ২০২২ সাল শেষ করেছেন লিটন দাসছবি: শামসুল হক

প্রথম ইনিংসে ২৫ আর দ্বিতীয় ইনিংসে ৭৩—সদ্য সমাপ্ত মিরপুর টেস্টে লিটন দাসের ব্যাটিং পারফরম্যান্স। এর মধ্যে দ্বিতীয় ইনিংসে ফিফটির সুবাদে ভারতের সামনে ১৪৫ রানের জয়ের লক্ষ্য দাঁড় করাতে পেরেছিল বাংলাদেশ। এই পুঁজিতে একপর্যায়ে জেগেছিল জয়ের সম্ভাবনাও। শেষ পর্যন্ত বাংলাদেশ না জিতলেও র‍্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন লিটন দাস।

দুই ধাপ টপকে উঠে এসেছেন টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের ১২ নম্বরে। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটিই কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ র‍্যাঙ্কিং।

লিটন অবশ্য দ্বাদশ অবস্থানে আগেও একবার ছিলেন। গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টের পর ৭২৪ রেটিং পয়েন্ট নিয়ে ১২তম স্থানে উঠেছিলেন। ভারতের বিপক্ষে মিরপুর টেস্টের আগে ছিলেন ১৪তম স্থানে।

সাপ্তাহিক ভিত্তিতে হালনাগাদ করা আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ আর তাইজুল ইসলামও। দ্বিতীয় ইনিংসে ৫টিসহ মোট ৬ উইকেট নেওয়া মিরাজ ৩ ধাপ এগিয়ে আছেন ২৯ নম্বরে। আর প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া তাইজুল ২৮ নম্বরে উঠেছেন দুই ধাপ এগিয়ে।

আরও পড়ুন

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে লিটনের পাশাপাশি ৫ ধাপ এগিয়েছেন মুমিনুল হক। প্রথম ইনিংসে ৮৪ রান করা এই বাঁহাতি এখন ৬৮ নম্বরে। তবে সাকিব আল হাসান (৩ ধাপ পিছিয়ে ৪০) এবং মুশফিকুর রহিম (১ ধাপ পিছিয়ে ২০) পিছিয়েছেন।

আরও পড়ুন

সার্বিক র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ব্যাটসম্যান, বোলার ও অলরাউন্ডারদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ব্যাটিংয়ের সেরা তিনে আছেন মারনাস লাবুশেন, বাবর আজম ও স্টিভেন স্মিথ। বোলারদের মধ্যে প্যাট কামিন্স, জিমি অ্যান্ডারসন এবং কাগিসো রাবাদা। আর অলরাউন্ডারদের মধ্যে রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্র অশ্বিন ও সাকিব আল হাসান।