২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

পিসিবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ওয়াসিম আকরাম

কিংবদন্তি পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াসিম আকরামছবি: আইসিসি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কিংবদন্তি ওয়াসিম আকরাম। পাকিস্তানের সাবেক এই অধিনায়ককে বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কিংবা চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল, এমন খবর দিয়েছে ক্রিকেট পাকিস্তান। সংবাদমাধ্যমটি লিখেছে, অন্য কোথাও দায়িত্ব থাকায় পূর্ণ মেয়াদে দায়িত্ব নিতে তিনি রাজি নন।

পিসিবির প্রধান মহসিন নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও আছেন। ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, যতটা সময় নাকভি পিসিবির দায়িত্বে থাকেন, তা নিয়ে উদ্বিগ্ন তাঁর মন্ত্রণালয়।

এ ছাড়া পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো বলেছে, সামনে এশিয়ান ক্রিকেট কাউন্সিল সভাপতির দায়িত্বও নিতে পারেন নাকভি। সে কারণে পিসিবির জন্য তাঁর সময় বের করাও কঠিন হয়ে যাচ্ছে। এ কারণে সাবেক একজন ক্রিকেটারকে ক্রিকেট–সংশ্লিষ্ট বিষয়গুলো দেখার দায়িত্ব চান নাকভি।

আরও পড়ুন

ক্রিকেট পাকিস্তান এক সূত্রের বরাতে লিখেছে, প্রধান নির্বাহী কর্মকর্তা কিংবা চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে আকরামকে কাজ করার প্রস্তাব দেন নাকভি। পিসিবির ক্রিকেটবিষয়ক দিকগুলোর দেখভাল করতে পূর্ণ মেয়াদে দায়িত্ব নিতে হবে আকরামকে।

কিংবদন্তি এই পেসার করাচিতে স্থায়ীভাবে থাকলেও পারিবারিক কারণে প্রায়ই অস্ট্রেলিয়ায় যেতে হয় তাঁকে। এই দায়িত্ব নিতে না পারলেও পাকিস্তান ক্রিকেটের যেকোনো প্রয়োজনে আছেন তিনি। আকরামের সঙ্গে সাক্ষাতের সময় পাকিস্তান ক্রিকেট নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন নাকভি। সেই পরিকল্পনা পছন্দ হয়েছে আকরামের।

আকরাম প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর ওয়াকার ইউনিসকে প্রস্তাব দেন পিসিবির প্রধান
পিএসএল

আকরাম প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর ওয়াকার ইউনিসকে প্রস্তাব দেন পিসিবির প্রধান। সেই প্রস্তাবে রাজি ওয়াকার, এমন খবরই সংবাদমাধ্যমে এসেছে।

এই ভূমিকাটা কেমন হতে পারে, সে সম্পর্কে ধারণা দিয়েছিল ইএসপিএনক্রিকইনফো। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইটটি দাবি করেছে, ইংল্যান্ড ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক রব কির মতো একই ভূমিকায় দেখা যেতে পারে ওয়াকারকে। ওয়াকার পরামর্শক বা পিসিবির প্রধানের উপদেষ্টা হিসেবে কাজ শুরু করতে পারেন। ভূমিকা স্থায়ী হলে পদের নাম পরিবর্তিত হতে পারে।

আরও পড়ুন