২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

পন্তের সেরে উঠতে ছয় মাস লাগতে পারে

ভারতের উইকেটকিপার–ব্যাটসম্যান ঋষভ পন্তছবি: বিসিসিআই

দিল্লি-দেরাদুন মহাসড়কে শুক্রবার সকালে ভয়ংকর গাড়ি দুর্ঘটনার শিকার হন ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত। দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তাঁকে। হাসপাতালটির চিকিৎসকদের সঙ্গে কথা বলে পন্তের শারীরিক অবস্থা জানিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আরও পড়ুন

বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়, ‘পন্তের কপালে দুটি জায়গায় কেটে গেছে। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়েছে। এ ছাড়াও ডান হাতের কবজি, অ্যাঙ্কেল, গোড়ালি ও পিঠেও ক্ষত আছে।’ পন্তের চিকিৎসায় নিয়োজিত মেডিকেল টিম ভারতের সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’কে জানিয়েছে, ‘অর্থোপেডিকস বিভাগের চিকিৎসক গৌরব গুপ্ত তার (পন্ত) চিকিৎসাসেবা দিচ্ছেন। পন্তের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। জীবন নিয়ে শঙ্কার সৃষ্টি হতে পারে এমন কোনো আঘাত তিনি পাননি। তার মা হাসপাতালে আছেন।’

খেলাধুলায় বিভিন্ন চোট নিয়ে চিকিৎসাসেবা দেওয়া এবং এই বিষয়ে বিশেষজ্ঞ এআইএমএস-ঋষিকেশ মেডিকেল কলেজের স্পোর্টস ইনজুরি বিভাগের চিকিৎসক কামার আজমের সঙ্গেও কথা বলেছে ‘টাইমস অব ইন্ডিয়া’। কামার আজম বলেছেন, ‘লিগামেন্ট ইনজুরি থেকে সেরে উঠতে পন্তের কমপক্ষে তিন থেকে ছয় মাস সময় লাগবে। আঘাতটা এর চেয়েও ভয়াবহ হলে আরও সময় লাগতে পারে। তার আঘাতের বিশদ প্রতিবেদন পেলে এ নিয়ে আরও নিশ্চিতভাবে বলা যাবে।’

আরও পড়ুন
আরও পড়ুন

৯ ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ভারত। কামার আজমের কথা ফলে গেলে এই সিরিজে পন্তের খেলার কোনো সম্ভাবনা নেই। গত দুই বছরে টেস্ট ক্রিকেটে ভারতের সাফল্যে পন্ত দারুণ ভূমিকা রেখেছেন। এ ছাড়াও আইপিএলেও পন্তের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। ফ্র্যাঞ্চাইজি দল দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক তিনি। এখনো আনুষ্ঠানিকভাবে আইপিএল শুরুর দিন-তারিখ জানায়নি বিসিসিআই। তবে ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী বছর ১ এপ্রিল থেকে শুরু হতে পারে আইপিএল।

গাড়ি চালিয়ে উত্তরাখন্ডের বাড়িতে যাচ্ছিলেন পন্ত। পথে সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে গাড়িটি কয়েকবার ওলট-পালট খায়, একপর্যায়ে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে পন্তকে স্থানীয় রুরকি সিভিল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুশীল নাগার জানিয়েছিলেন, বাঁ চোখের ওপরের অংশে, হাঁটুতে এবং পিঠে আঘাত পেয়েছেন পন্ত।

তবে এক্স-রেতে কোনো চিড় ধরা পড়েনি। শরীরও পোড়েনি। উত্তরাখন্ড পুলিশের মহাপরিচালক অশোক কুমারকে উদ্ধৃত করে এনডিটিভি জানিয়েছে, ভোর সাড়ে পাঁচটার দিকে পন্তের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। পন্ত পুলিশকে জানিয়েছেন, গাড়ি চালানোর সময় ঘুমের কারণে ঢুলুনি চলে এসেছিল তাঁর। ওই সময় গাড়িটি সড়ক বিভাজকে ধাক্কা খায়।

আরও পড়ুন