নিউল্যান্ডসে টেস্ট ক্রিকেটের ‘নীতি ও মূল্যবোধ জানালা দিয়ে পালিয়ে গেছে’
৬৪২ বলের টেস্ট। শেষ হলো দেড় দিনের মধ্যে। ৯২ বছর আগের রেকর্ড ভেঙে হয়েছে ইতিহাসের সংক্ষিপ্ততম টেস্ট। কেপটাউনে নিউল্যান্ডসের ২২ গজ তাই আলোচনার মধ্যমণি, যেখানে প্রথম দিনেই পড়েছিল ২৩ উইকেট! গতকাল এর ফল (ভারত ৭ উইকেটে জয়ী) হওয়ার পর নিউল্যান্ডসের উইকেট নিয়ে কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড। তাঁর চোখে এই উইকেট ‘তেমন ভালো নয়’, যেখানে দক্ষতার চেয়ে ভাগ্যের সহায়তাই বেশি প্রয়োজন।
গতকাল টেস্টের দ্বিতীয় দিনে এক সেশনের কিছু বেশি সময় খেলা অনুষ্ঠিত হয়। অর্থাৎ পুরো দুই দিনও লাগেনি। সিরিজ ১-১ ব্যবধানে ড্র হওয়ার পর সংবাদকর্মীদের স্বাগতিক কোচ বলেছেন, ‘জানি না লোকে আমার কাছ থেকে কী শুনতে চায়। স্কোরের দিকে তাকালেই বুঝতে পারবেন। দেড় দিনের টেস্ট ম্যাচ! তারা কীভাবে ৮০ রান (৭৯) তাড়া করল, সেটাও দেখুন। দক্ষতার চেয়ে ভাগ্যের সহায়তা বেশি প্রয়োজন হলে সেটা দুঃখেরই ব্যাপার। টেস্ট ক্রিকেটের সব নীতি ও মূল্যবোধ জানালা দিয়ে পালিয়ে গেছে।’
দুই দিনে শেষ হওয়া টেস্টের উইকেটে বল ভালো লেংথ থেকে অপ্রত্যাশিত পরিমাণ বাউন্স পেয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেণির ক্রিকেট দল ওয়েস্টার্ন প্রভিন্সের কোচ ছিলেন কনরাড। আর ওয়েস্টার্ন প্রভিন্সের ঘরের মাঠ নিউল্যান্ডস। তবে উইকেট নিয়ে কনরাডের মন্তব্য ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) পাশাপাশি ওয়েস্টার্ন প্রভিন্সের কর্তাদেরও ভালো লাগার কথা নয়, ‘এখানে কী হচ্ছে, তা আমি জানি না। আমি এখান থেকে সরে গেছি। এখানে দুই দেয়ালের মধ্যে কী কথা হয়, তা জানার মতো অবস্থানে আমি নেই। সবাই জানে, উইকেট তেমন ভালো ছিল না।’
উইকেট সম্ভবত যতটুকু প্রস্তুত রাখার দরকার ছিল, তার চেয়ে বেশি করে ফেলেছে। এটা মেনে নিন।শুকরি কনরাড, দক্ষিণ আফ্রিকা কোচ
তবে নিউল্যান্ডসের প্রধান কিউরেটর ব্রাম মংয়ের প্রতি সমবেদনা ঝরেছে শুকরির কণ্ঠে। প্রোটিয়া কোচের মতে, তিনি নিউল্যান্ডসের উইকেট যতটুকু প্রস্তুত রাখার প্রয়োজন ছিল, তার চেয়ে বেশি করে ফেলেছেন, ‘আমি ব্রাম মংকে জানি। সে ভালো মানুষ। আর ভালো মানুষেরাও কখনো কখনো বাজে কাজ করে ফেলে কিংবা ভুল করে। তার মানে এই নয় যে সে বাজে মাঠকর্মী হয়ে গেছে। তার কাছ থেকে অনেক কিছুই শেখার আছে। আমি হয়তো এখানে তার সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করতে পারি, সে কী ভাবছে।’
নিউল্যান্ডসের মাঠকর্মীদের প্রতি সহানুভূতি জানিয়ে শুকরি আরও বলেছেন, ‘মাঠকর্মীদের জন্য আপনার খারাপ লাগবেই। সে নিজের কাজটা ঠিকমতোই করতে চেয়েছিল...উইকেট সম্ভবত যতটুকু প্রস্তুত রাখার দরকার ছিল, তার চেয়ে বেশি করে ফেলেছে। এটা মেনে নিন।’