ব্যাটিং-বোলিং, দুই বিভাগেই বাংলাদেশের খেলোয়াড়দের আধিপত্য। তবে ব্যক্তিগত সর্বোচ্চ ও সেরা বোলিং জিম্বাবুইয়ানদের।
দুই দলের ওয়ানডে ইতিহাসে ব্যক্তিগত রেকর্ডগুলো—
এই সিরিজেই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ২ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলতে পারেন তামিম ইকবাল। শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের মধ্যে আছেন বাংলাদেশের ক্রিকেটের আরও দুই বড় নাম সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
শুধু বাংলাদেশের বিপক্ষেই নয়, ওয়ানডেতেই জিম্বাবুয়ের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস চার্লস কভেন্ট্রির অপরাজিত ১৯৪ রানের সেই ইনিংস। ওয়ানডেতে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটাও জিম্বাবুয়ের বিপক্ষে।
বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে লড়াইয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটা এককভাবে নিজের করে নেওয়ার সুযোগ তামিম ইকবালের। আর একটি ছক্কা পেলেই জিম্বাবুয়ের এল্টন চিগুম্বুরাকে পেছনে ফেলবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
বোলিংয়ে শীর্ষ পাঁচ বোলারের প্রথম তিনজনই বাংলাদেশের। তবে সেই তিনজনের একজনও নেই এবারের সিরিজে। অবশ্য সেরা পাঁচে থাকা জিম্বাবুয়ের দুজনও নেই।
২৫ বছর আগে কেনিয়ায় ত্রিদেশীয় প্রেসিডেন্টস কাপে বাংলাদেশের বিপক্ষে ২০ রানে ৬ উইকেট নিয়েছিলেন ব্রায়ান স্ট্র্যাং। জিম্বাবুইয়ান বাঁহাতি পেসারের রেকর্ড এখনো সেরা বোলিং হয়ে আছে দুই দলের ওয়ানডে লড়াইয়ে।
আর দুটি ম্যাচ খেললেই বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে ৫০টি ওয়ানডে খেলা হবে মুশফিকুর রহিমের।