চোটে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলেন স্টোকস

আবার চোটে পড়েছেন বেন স্টোকসএএফপি

চোটে পড়ে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেছেন বেন স্টোকস। পরশু রাতে দ্য হানড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ম্যাচে নর্দার্ন সুপারচার্জার্সের ব্যাটিংয়ের সময় চোটে পড়ে মাঠ ছাড়তে হয় ইংল্যান্ডের টেস্ট অধিনায়ককে। ২১ আগস্ট থেকে শুরু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন কি না, সেটি অনিশ্চয়তা তৈরি হয়। শোনা যায় তাঁর তিন টেস্টের পুরো সিরিজ মিস করারও।

ওল্ড ট্রাফোর্ডে ৭ উইকেটে জেতা ম্যাচের পর সুপারচার্জার্স অধিনায়ক হ্যারি ব্রুক বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এটা সুবিধার মনে হচ্ছে না। আমার মনে হয় সে কাল স্ক্যান করাবে। এরপর আমরা দেখব তার কী অবস্থা।’

১৫৩ রানের লক্ষ্যে গতকাল ব্যাটিং করছিল সুপারচার্জার্স, স্টোকস নেমেছিলেন ওপেনিংয়ে। দ্রুত একটা সিঙ্গেল নেওয়ার পর টান খেয়ে থেমে যেতে হয় তাঁকে। মাঠে পড়ে গিয়ে গ্লাভস খুলে ফেলেন। দলের ফিজিও ও স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন এরপর। পরে একটি স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যাওয়া হয় এ অলরাউন্ডারকে।

আরও পড়ুন

ম্যাচ শেষে ক্রাচে ভর দিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে দেখা যায় স্টোকসকে। সুপারচার্জার্সের একজন মুখপাত্র বলেছেন, ‘বেন স্টোকসের হ্যামস্ট্রিং পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামীকাল (আজ) আরও আপডেট জানানো যাবে।’ শেষ পর্যন্ত ছিটকেই গেলেন তিনি।

নটিংহাম টেস্ট সামনে রেখে বোলিং অনুশীলনে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস
রয়টার্স

এমনিতে লম্বা সময় ধরে হাঁটুর চোটে ভুগছিলেন স্টোকস। এরপর অস্ত্রোপচারও করান। নিজের বোলিংয়ের ছন্দ ফিরে পেতে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেননি। হ্যামস্ট্রিংয়ের এ চোটে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন তো বটেই, স্বল্প বিরতিতে ম্যাচগুলো হবে বলে পুরো সিরিজেও তাঁকে পাওয়া নিয়ে সংশয় থেকে যাচ্ছে।

এবারের হানড্রেডে প্রাথমিকভাবে চারটি গ্রুপ পর্বের ম্যাচ খেলার কথা ছিল স্টোকসের। গতকাল ছিল তাঁর তৃতীয় ম্যাচ। মঙ্গলবার গ্রুপ পর্বে সুপারচার্জার্সের শেষ ম্যাচ, যেটি নিশ্চিতভাবেই স্টোকসের খেলা হচ্ছে না।

আরও পড়ুন

স্টোকসের চোট ইংল্যান্ড টেস্ট দলের জন্য সাম্প্রতিকতম ধাক্কা হয়ে এল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে আঙুল ভেঙে ফেলা জ্যাক ক্রলিকে শ্রীলঙ্কার বিপক্ষে পাচ্ছে না তারা। এ ওপেনারের অনুপস্থিতিতে খেলার কথা ড্যান লরেন্সের, ডেকে পাঠানো হয়েছে জর্ডান কক্সকেও।

স্টোকসের পরিবর্তে ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে পারেন সহ-অধিনায়ক ওলি পোপ। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করেননি তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর পাকিস্তান সফরে যাওয়ার কথা ইংল্যান্ডের। সেখানে ৩ ম্যাচের টেস্ট সিরিজ শুরু ৭ অক্টোবর।