২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

রোহিতের কথা বাবরকে অনুবাদ করে দিতে বললেন বাটলার

ক্যাপ্টেনস ডে’র অনুষ্ঠানে জস বাটলার ও বাবর আজমছবি: রয়টার্স

প্রশ্নটা ছিল ২০১৯ বিশ্বকাপের ফাইনাল নিয়ে। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের সেই ফাইনালে ৫০ ওভারের ম্যাচ শেষ হয়েছিল সমতায়। পরে সুপার ওভারও শেষ হয় ‘টাই’য়ে। এরপর তখনকার নিয়মানুযায়ী বেশি বাউন্ডারির সুবাদে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।

আরেকটি বিশ্বকাপ শুরুর আগে আজ ক্যাপ্টেনস ডে-তে গত বিশ্বকাপের ফাইনাল প্রসঙ্গ উঠে এসেছে একাধিকবার। যার একটি ছিল ভারত অধিনায়ক রোহিত শর্মার প্রতি। এরপর রোহিত যে জবাব দিয়েছেন, সেটি বুঝতে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের দ্বারস্থ হন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। এ নিয়ে এক প্রস্থ হাস্যরসের পরিস্থিতি তৈরি হয় দশ অধিনায়ক বসা মঞ্চে ও উপস্থিত সংবাদকর্মীদের মধ্যে।

মূলত প্রশ্ন আর রোহিতের জবাব—দুটিই হিন্দি ভাষায় হওয়াতেই বাবরের দ্বারস্থ হন বাটলার। ভারতীয় সাংবাদিকের প্রশ্ন ছিল, ৫০ ওভারের পর সুপার ওভারও টাই হওয়ায় ইংল্যান্ড-নিউজিল্যান্ডকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা উচিত ছিল কি না।

ভারত অধিনায়ক রোহিত শর্মা
ছবি: এএফপি

শুরুতে রোহিত বুঝতে পারছিলেন না, কী জবাব দেবেন। ‘আমার কী বলার আছে’ ভঙ্গিতে দুবার হাত ও মুখে অঙ্গভঙ্গিও করেন। এরপর বলেন, ‘এটা আমার কাজ নয় জনাব। বিজয়ী ঘোষণা করা আমার কাজ নয়।’ রোহিতের জবাবের সঙ্গে উপস্থিত বেশির ভাগ মানুষই হেসে দেন। তবে ইংল্যান্ড অধিনায়ক বাটলার বুঝতে পারছিলেন না রোহিত আসলে কী বলেছেন।

আরও পড়ুন

ইংল্যান্ডের সেই বিশ্বকাপ জয়ের ম্যাচে বাটলারও ছিলেন। সেই ফাইনাল নিয়ে হিন্দি ভাষায় কী প্রশ্ন হয়ে গেল আর রোহিতই–বা কী উত্তর দিলেন, সেটি জানতে বাটলার পাশে বসা বাবরকে জিজ্ঞাসা করেন।

রোহিতের কথা বাটলারকে অনুবাদ করে দিচ্ছিলেন বাবর
ছবি: এএফপি

পাকিস্তান অধিনায়ক তখন বাটলারকে বুঝিয়ে দেন, ঠিক কী কী কথা হয়ে গেল এতক্ষণে। শুনে হাসি ফুটে ওঠে বাটলারের মুখেও।

আগামীকাল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে গতবারের রানার্সআপ নিউজিল্যান্ডেরই মুখোমুখি হতে যাচ্ছে বাটলারের ইংল্যান্ড।

আরও পড়ুন