৮ বছর পর ট্রফি হাতছাড়ার পথে ভারত, বুমরা কেন মাঠে নেই
২০১৬–১৭ মৌসুম থেকে শুরু করে বোর্ডার–গাভাস্কার ট্রফির প্রতিটি সিরিজই জিতেছে ভারত। আরও দুই বছরের জন্য ট্রফি নিজেদের করে রাখতে দরকার চলমান সিডনি টেস্টে জয়। কিন্তু এমন দরকারি মুহূর্তেই যশপ্রীত বুমরা মাঠে নেই। যিনি শুধু এই ম্যাচে ভারতের অধিনায়কই নন, অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় প্রতিপক্ষ।
গতকাল ম্যাচের দ্বিতীয় দিন দ্বিতীয় সেশনের মধ্যে মাঠ থেকে উঠে স্টেডিয়াম ছেড়ে গিয়েছিলেন বুমরা। পরে ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল হাসপাতালে স্ক্যান করাতে নেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু অস্ট্রেলিয়ার বিভিন্ন সূত্র বলছে, বুমরা স্ক্যান করাতে যাননি। ঘটনা আরও জটিল। এর মধ্যে আজ তৃতীয় দিন সকালে ব্যাট করতে নামলেও বোলিংয়ে দেখা যাচ্ছে না তাঁকে। ১৬২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া ১০৪ রানে হারিয়েছে ৪ উইকেট।
গতকাল ভারতীয় পেসার প্রসিধ কৃষ্ণা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, বুমরাকে স্ক্যান করাতে নেওয়া হয়েছিল। চিকিৎসক দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।
ইয়াহু অস্ট্রেলিয়ার খবরে বলা হয়েছে, বুমরাকে নিয়ে ভারতীয় দলের বক্তব্য পুরোপুরি সঠিক নয়। খ্যাতিমান সাংবাদিক পিটার লারোর আজ সকালে বলেছেন, বুমরা স্ক্যান করাতে হাসপাতালে যাননি, ‘স্ক্যান মেশিন ড্রেসিংরুমেই আছে। বুমরা হাসপাতালে গেছেন ইনজেকশন নেওয়ার জন্য। খুব সম্ভবত কোরটিসোন।’
কোরটিসোন শরীরের ব্যথা, ফোলাভাব এবং জ্বালা উপশন করতে ব্যবহার করা হয়।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং মনে করছেন বুমরার পরিস্থিতি পিঠের সমস্যার চেয়েও বেশি হতে পারে। সকালে তিনি বলেন, ‘চোট আরও গুরুতর মনে হচ্ছে। সে সিঁড়ি দৌড়ে ওপরে উঠল, নিচে নামল। এটা পিঠের ব্যথার লক্ষণ নয়।’
বুমরার বোলিং না করার আসর কারণ কী, ভারতীয় দলই হয়তো ভালো বলতে পারবে। কিন্তু বোর্ডার–গাভাস্কার ট্রফি হাতছাড়ার মুহূর্তে তাঁকে নিশ্চিতভাবেই মিস করছে ভারত। গতকাল মাঠ ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত সিরিজ–সর্বোচ্চ ৩২ উইকেট নিয়েছেন এই ফাস্ট বোলার। অনেকটা তাঁর একক নৈপূণ্যেই সিরিজের প্রতিটি ম্যাচে বারবার ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ভারত।
সিরিজের প্রথম চার টেস্টের পর অস্ট্রেলিয়া এগিয়ে ২–১ ব্যবধানে। আজ সিডনিতে জিততে পারলে ২০১৪–১৫ মৌসুমের পর প্রথমবার বোর্ডার–গাভাস্কার ট্রফি জিতবে অস্ট্রেলিয়া। সেই সঙ্গে জায়গা করে নেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও। ছিটকে যাবে ভারত।