আইপিএল ‘ম্যাচের দিন ছবি ও ভিডিও পোস্ট নিষেধ’
ঘটনাটি গত সপ্তাহের। ভারতের সাবেক সেই ব্যাটসম্যানের নাম প্রকাশ করেনি সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। তিনি এবার আইপিএলে ধারাভাষ্য দিচ্ছেন।
সংবাদমাধ্যমটি এটুকু জানিয়েছে, আইপিএলে এক ম্যাচে ধারাভাষ্য দেওয়ার সময় সেই সাবেক ব্যাটসম্যান নিজের একটি ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক অফিশিয়াল তাঁকে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মুছে ফেলতে বলেন।
ধারাভাষ্যকারেরা আইপিএলে ম্যাচের দিন স্টেডিয়ামের কোনো অংশের ছবি যেন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট না করেন, সেটি নিশ্চিত করাই বিসিসিআইয়ের সেই অফিশিয়ালের দায়িত্ব।
তবে ব্যাপারটা সহজে রফা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ১০ লাখ অনুসারী রয়েছে সেই ধারাভাষ্যকারের। তিনি শুরুতে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মুছে ফেলতে অস্বীকৃতি জানান। বিসিসিআই অফিশিয়ালের তরফ থেকে একাধিকবার অনুরোধের পর রাজি হন। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব যাদের, তারা আইপিএলে ম্যাচের দিন ধারাভাষ্যকারদের স্টেডিয়ামের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করাটা ভালো চোখে দেখছে না। আর গত সপ্তাহের ঘটনাটি সাম্প্রতিকতম।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কোনো ব্যক্তি বা দল ম্যাচের দিনের ছবি কিংবা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে যেন অনুসারীর সংখ্যা বাড়াতে না পারেন, সেটা নিশ্চিত করতে চায় বিসিসিআই ও আইপিএল সম্প্রচার–স্বত্বের আধিকারিকেরা। বিসিসিআই এ বিষয়ে পদক্ষেপও নিয়েছে। আইপিএলে ধারাভাষ্যকার, খেলোয়াড়, মালিকপক্ষ এবং প্রতিটি দলের সামাজিক যোগাযোগমাধ্যম কনটেন্ট টিমকে ভারতীয় ক্রিকেট বোর্ড বলে দিয়েছে, এই নিয়ম লঙ্ঘন করলে পরিণতি মেনে নিতে হবে।
আইপিএলে একজন ধারাভাষ্যকারের ভেন্যুর ইনস্টাগ্রাম লাইভ পোস্টে ভিউ ১০ লাখ ছুঁয়েছে। নিজেদের খেলা ম্যাচের লাইভ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি দলকে ৯ লাখ রুপি জরিমানা করা হয়েছে। আইপিএলে ‘লাইভ ম্যাচ’ এবং ‘ভেন্যু’ (ফিল্ড অব প্লে) নিয়ে কনটেন্টের একচ্ছত্র অধিকার শুধু টুর্নামেন্টের সম্প্রচার–স্বত্বের দুই স্বত্বাধিকারীর—টিভির জন্য স্টার ইন্ডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য ভায়াকম ১৮।
তবে আইপিএলে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে কিছু ছাড়ও দেওয়া হয়েছে।
দলগুলোকে বলা হয়েছে, ম্যাচের ভিডিও কিংবা ফুটেজ যেন সরাসরি তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডলে পোস্ট না করা হয়। তবে ম্যাচের অল্প কিছুসংখ্যক ছবি তারা পোস্ট করতে পারবে।
বিসিসিআই এবং আইপিএলের সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডলে যা কিছু পোস্ট করা হয়, সেসব রিপোস্ট করতে পারবে দলগুলো, খেলোয়াড় এবং ধারাভাষ্যকারেরা।
বিসিসিআইয়ের এক অফিশিয়াল এ নিয়ে বলেছেন, ‘আইপিএলের স্বত্বের জন্য সম্প্রচারকেরা প্রচুর টাকা দিয়েছেন। ধারাভাষ্যকারেরা তাই ম্যাচের দিনের ছবি কিংবা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে পারেন না। ধারাভাষ্যকারেরা ভেন্যুর ছবি পোস্ট করার পাশাপাশি ইনস্টাগ্রাম লাইভ করার একাধিক ঘটনা ঘটিয়েছেন। একটি ভিডিওর ভিউ হয়েছে ১০ লাখ। এমনকি আইপিএলের দলগুলোও ম্যাচের লাইভ ভিডিও পোস্ট করতে পারবে না। তারা অল্প কিছুসংখ্যক ছবি এবং ম্যাচের লাইভ আপডেট দিতে পারবেন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে। এই নিয়ম ভাঙলে ফ্র্যাঞ্চাইজিগুলোকে জরিমানা করা হবে।’
নিয়মগুলো কার্যকর করতে আইপিএল পরিচালনায় সংশ্লিষ্ট বিসিসিআইয়ের দল থেকে কিছুসংখ্যক স্টাফকে নিয়োগ দেওয়া হয়েছে। ম্যাচের দিন অফিশিয়ালি মাঠে থাকা ধারাভাষ্যকারেরা, খেলোয়াড় এবং দলগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে কী পোস্ট করছে—সেসবে নজর রাখাটা নিয়োগ পাওয়া স্টাফদের দায়িত্ব। বিসিসিআই অফিশিয়াল জানিয়েছেন, ম্যাচের দিনে ছবি পোস্ট করা কিছু খেলোয়াড়কেও তাঁদের পোস্টগুলো মুছে ফেলতে বলা হয়েছে। এ নিয়ে বিসিসিআই অফিশিয়ালের বক্তব্য, ‘খেলোয়াড়দেরও ম্যাচের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। খেলোয়াড়দের সব পোস্টেই নজর রাখা হয়। নিয়মটি তাদের জানানো হয়েছে। তবে সবাই তা মানছে না।’