বিশ্বকাপে শুধু ইবাদতকেই মিস করবেন সাকিব

চোটের কারণে এবারের বিশ্বকাপে খেলা হচ্ছে না ইবাদত হোসেনেরছবি: প্রথম আলো

বিশ্বকাপ দলে তামিম ইকবালের না থাকা নিয়ে আলোড়ন চলছে পুরো বাংলাদেশে। এর মধ্যেই টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানকে প্রশ্ন করা হয়—বিশ্বকাপের এই দলে কী অভাব অনুভব করছেন? এই প্রশ্নের উত্তরে সাকিব বিশ্বকাপ দলে তামিমকে মিস করার কথা বলেননি। তিনি বরং এই দলে একজনকেই মিস করবেন—চোটের কারণে ছিটকে পড়া পেসার ইবাদত হোসেনকে।

বিশ্বকাপ দলে সাকিব যে দলটি পেয়েছেন, সেটার শক্তি আর দুর্বলতার কথা জিজ্ঞেস করা হয় সাক্ষাৎকারে। সাকিব সেখানে বলেছেন, ‘আমার এই দলে একটা মিসিং, সেটা হচ্ছে ইবাদত। ইবাদত, ও হচ্ছে আমার এই বিশ্বকাপে সবচেয়ে বড় মিসিং।’

আরও পড়ুন
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ের সময় বাঁ হাঁটুতে চোট পান ইবাদত
ছবি : প্রথম আলো

ইবাদতকে কেন মিস করবেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন সাকিব, ‘এ বিশ্বকাপটা যেখানে হচ্ছে, সে কন্ডিশনে খেলা হচ্ছে, এখানে যে জিনিসটা দরকার ছিল, সবচেয়ে বড় অস্ত্রটা নেই। সেটা হচ্ছে ইবাদত। এই একটা বাদে আমার কাছে মনে হয়, এই দলে আর কোনো দুর্বলতা নেই।’

সাকিব এরপর যোগ করেন, ‘আমরা মোটামুটি সব দিকই কভার করার চেষ্টা করেছি। এই ১৫ জন খেলোয়াড়ের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। আমি মনে করি এরা যখনই যে সুযোগ পাবে, দেশের জন্য ভালো কিছু করে আসবে।’

আরও পড়ুন
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান
ছবি: প্রথম আলো

দলে যে পাঁচজন পেস বোলার আছে, তাঁদের মধ্যে কে সবচেয়ে ভালো করবেন, সে প্রসঙ্গে সাকিব প্রথমে বলেন, ‘আমি তো মনে করি, আমার পাঁচ পেসারের সবারই আলাদা আলাদা দিক আছে।’ এরপর আবারও প্রশ্ন করা হলে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের কথা বিশেষ করে বলেছেন সাকিব, ‘ভারতের যে উইকেট, আমি মনে করি, সেখানে ডেথ বোলিং আর শুরুর বোলিংটা গুরুত্বপূর্ণ হবে। আমি মনে করি, ডেথ বোলিংয়ে মোস্তাফিজ বড় ভূমিকা রাখতে পারে। আর নতুন বলে তাসকিন আমাদের জন্য ভালো কিছু করতে পারে।’

এই বিশ্বকাপে বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ তিন খেলোয়াড় মাহমুদউল্লাহ, মুশফিক ও সাকিব নিজে। এবারের বিশ্বকাপে নিজের কাছে আর মাহমুদউল্লাহ ও মুশফিকের কাছে প্রত্যাশা নিয়ে তিনি বলেছেন, ‘আমি, মুশফিক ভাই, রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাই—যে তিনজন আছি, আমি মনে করি, আমাদের এ বিশ্বকাপ থেকে পাওয়ার কিছু নেই। আমরা দলকে শুধু দিতেই পারি।’

আরও পড়ুন