সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। প্রথম দিনে ৯ উইকেট ৩১০ রান করা বাংলাদেশ আজ স্কোর যতটা সম্ভব বাড়িয়ে নেবে—এমনই ছিল প্রত্যাশা। কিন্তু দিনের প্রথম বলেই শেষ ব্যাটসম্যান হিসেবে শরীফুল ইসলামকে আউট করেন নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি।
তবে বাংলাদেশ দলের বোলাররা নিউজিল্যান্ডের দুই ওপেনার টম ল্যাথাম ও ডেভন কনওয়েকে দ্রুত তুলে নেন। বাংলাদেশের প্রথম ইনিংসে ৩১০ রানের জবাবে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে নিজেদের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৭৮। কেইন উইলিয়ামসন ২৬ ও হেনরি নিকোলস ২১ রানে অপরাজিত।
বাংলাদেশের ভাগ্য ভালো বলতেই হয়। ল্যাথাম ও কনওয়ে, দুজনই ইনিংসের শুরুতে বেশ ভালো খেলছিলেন। শরীফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের প্রথম স্পেল কোনো ঝুঁকি ছাড়াই কাটিয়ে দেন দুজন। ওভারপ্রতি ৩ করে রানও আসতে থাকে। মনে হচ্ছিল, বড় ইনিংসের পথেই এগোচ্ছিলেন দুই কিউই ওপেনার।
কিন্তু নিজেদের ভুলেই সেটি হলো না। ১৩তম ওভারে প্রথম ওভার করতে আসা তাইজুল ইসলামের লেগের দিকে অনেক বাইরের বলে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ তোলেন ল্যাথাম (৪৪ বলে ২১ রান)। অপ্রত্যাশিত উইকেট পাওয়ায় অবাক হয়েছেন তাইজুলও। তাতে ৩৬ রানের উদ্বোধনী জুটি ভাঙায় স্বস্তির নিশ্বাস ফেলেছে বাংলাদেশ।
অন্য প্রান্ত থেকে টানা ৯ ওভারের স্পেলের উপহার পেয়েছেন মিরাজও। ইনিংসের ১৬তম ওভারে কনওয়ে মিরাজের বলে সামনে এসে ডিফেন্স করতে গিয়ে সিলি পয়েন্টে ক্যাচ তোলেন। অভিষিক্ত শাহাদাত হোসেন ডানে লাফিয়ে দারুণ দক্ষতায় ক্যাচটি লুফে নেন। ৪০ বলে ১২ রানের ইনিংসটি থামে তাতে।
কনওয়ের আউটের কৃতিত্ব অধিনায়ক নাজমুল হোসেনেরও। মিরাজকে আরও একটি ওভার বোলিং দেওয়ার আগে তিনি বলছিলেন, ‘বাঁহাতি কষ্ট করে খেলছে, কতক্ষণ আর খেলবে?’ মিরাজের পরের ওভারেই কনওয়ে অফ স্পিনের ফাঁদে পা দেন। তবে জোড়া উইকেটের ধাক্কাটাও কিছুটা কাটিয়ে উঠেছে নিউজিল্যান্ড। উইলিয়ামসন ও নিকোলস ৩৪ রানের জুটি গড়েছেন।