আত্মহত্যাই করেছিলেন প্রখ্যাত ক্রিকেট লেখক পিটার রোবাক
প্রখ্যাত ক্রিকেট লেখক পিটার রোবাক অকালপ্রয়াত। কাউন্টি দল সমারসেটের এই সাবেক অধিনায়ক ২০১১ সালের নভেম্বরে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ধারাভাষ্য দেওয়ার জন্য কেপটাউনে অবস্থান করছিলেন। যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল। এরপর সাউদার্ন সান হোটেলের ছয়তলা থেকে পড়ে গিয়ে মারা যান রোবাক।
রোবাকের সেই মৃত্যুর ১৩ বছর পর গতকাল ইংল্যান্ডের উত্তরাঞ্চলে চেশায়ারে করোর্নেস আদালতে অনুসন্ধানী জুরিরা জানিয়েছেন, ৫৫ বছর বয়সী রোবাক আত্মহত্যা করেছিলেন। হোটেলের জানালা দিয়ে লাফিয়ে আত্মহত্যা করেন সিডনি মর্নিং হেরাল্ডের এই কলামিস্ট। আত্মহত্যার আগে রোবাক ‘হতাশায় নিমজ্জিত’ ছিলেন বলেও জানানো হয়।
করোনের্স আদালতে শুনানিতে বলা হয়, সে বছরের ৭ নভেম্বরে নিজের হোটেল কক্ষে ২৬ বছর বয়সী একটি ছেলেকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিলে রোবাকের বিরুদ্ধে। ছেলেটির বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার খরচ তিনি চালিয়ে যেতে পারবেন কি না, এ বিষয়ে আলোচনা করতে তাঁরা সাক্ষাৎ করেছিলেন। এরপর ১২ নভেম্বর রোবাকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হয়। সেদিন সন্ধ্যায় রোবাককে গ্রেপ্তার করতে তাঁর হোটেলে যান পুলিশ কর্মকর্তারা।
রোবাককে গ্রেপ্তার করতে যাওয়া গোয়েন্দা অব্রে ম্যাকডোনাল্ড জানিয়েছেন, সেদিন একটি ফোন করতে তিনি রোবাকের হোটেল কক্ষের বাইরে যান। এ সময় তিনি শুনতে পান সহকর্মী লেফটেন্যান্ট সেসিল জ্যাকবস চেঁচিয়ে রোবাককে কিছু একটা বলছেন। এরপর ম্যাকডোনাল্ড বলেছেন, ‘কয়েক সেকেন্ড পর আমি একটি শব্দ শুনতে পাই, যেটা এখন আমি জানি পিটার রোবাকের প্রথম তলার ব্যালকনিতে পড়ে যাওয়ার শব্দ।’
২০০১ সালে ইংল্যান্ডে স্থগিত কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছিল রোবাককে। তখন তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, দক্ষিণ আফ্রিকার তিনজন কিশোর ক্রিকেটারকে বেত দিয়ে পিটিয়েছেন। ১৯৯৯ সালে সেই তিন ক্রিকেটার রোবাকের সঙ্গে থাকতেন। রোবাকের বোন ডক্টর মার্গারেট ফ্রসটিক চেশায়ার আদালতকে বলেন, তাঁর ভাই দোষ স্বীকার করেছিলেন যেন ‘নিজের দৈনন্দিন কাজগুলো চালিয়ে নিতে পারেন’।
মার্গারেট ফ্রসটিক আরও বলেছেন, ‘মিথ্যা অভিযোগ উঠতে পারে তার বিরুদ্ধে এবং নিজেকে নিরপরাধ প্রমাণ করতে পারবে না ভেবে সে (রোবাক) ভয় পেয়েছিল। দক্ষিণ আফ্রিকায় রোবাকের মৃত্যুর কারণ অনুসন্ধানেও একই তথ্য পাওয়া গেছে। তবে সেই কার্যক্রমে রোবাকের পরিবারের সদস্যরা অংশ নেননি। কিন্তু শুক্রবার চেশায়ারের আদালতে মার্গারেট ফ্রসটিকসহ রোবাকের আরও দুজন আত্মীয় উপস্থিত ছিলেন। রোবাকের মৃত্যুর কারণ অনুসন্ধানের দায়িত্ব পাওয়া করোনের (তদন্তের দায়িত্ব পাওয়া পাবলিক অফিশিয়াল) জ্যাকুলিন ডেভনিশ আদালতে বলেছেন, ‘এত দিন দেরি হওয়ার জন্য দুঃখিত। তবে দক্ষিণ আফ্রিকায় নতুন করে শুনানির অপেক্ষায় ছিলাম আমরা, যেটি আর হয়নি।’
রোবাক তাঁর ক্রিকেট ক্যারিয়ারে ৩৩৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৭.২৭ গড়ে ১৭৫৫৮ রান করেছেন। ৩৩টি শতক এবং ৯৩টি অর্ধশতক।