মাহমুদউল্লাহর দুর্ভাগ্য ও অধিনায়ক মিরাজের যত রেকর্ড

নিজের ১০০তম ওয়ানডেতেই বাংলাদেশের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ খেললেন মেহেদী মিরাজ। শারজায় বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় ওয়ানডেতে হয়েছে বেশ কটি রেকর্ড।

১৪৫ রানের জুটি গড়েছেন মাহমুদউল্লাহ ও মিরাজএসিবি

মাহমুদউল্লাহ ৯৮…

• আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার নড়বড়ে নব্বইয়ে আউট মাহমুদউল্লাহ।
• আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে নব্বইয়ের ঘরে রানআউট হলেন মাহমুদউল্লাহ। প্রথমজন শাহরিয়ার নাফীস (৯১, বিপক্ষ কেনিয়া, ২০০৬)।
• সেঞ্চুরি থেকে ২ বা এর কম দূরত্বে আউট হওয়া তৃতীয় বাংলাদেশি মাহমুদউল্লাহ। প্রথম দুজন মোহাম্মদ আশরাফুল (৯৮) ও মুশফিকুর রহিম। মুশফিক একবার ৯৮ ও একবার ৯৯ রানে আউট হয়েছেন।

২৩
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ২৩তম অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শুধু ওয়ানডের হিসাবে মিরাজ ১৭তম।

ষষ্ঠ খেলোয়াড় হিসেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও জাতীয় দলের অধিনায়কত্ব করলেন মিরাজ। প্রথম পাঁচজন—শাহরিয়ার নাফীস, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন ও সাইফ হাসান।

ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়ক হিসেবে অভিষেকে ফিফটি পাওয়া পঞ্চম খেলোয়াড় মিরাজ (৬৬)। প্রথম চারজন—আমিনুল ইসলাম (৭০), হাবিবুল বাশার (৬১), সাকিব আল হাসান (৫৪) ও নাজমুল হোসেন (৭৬)।

১৩
বাংলাদেশের ১৩তম খেলোয়াড় হিসেবে শততম ওয়ানডে খেললেন মিরাজ।
বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে শততম ওয়ানডেতে ফিফটি পেলেন মিরাজ। প্রথম দুজন—হাবিবুল বাশার ও মুশফিকুর রহিম।
৫৫.৪৬

মিরাজের স্ট্রাইকরেট। ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়কদের মধ্যে ৫০ ছাড়ানো ইনিংসে যা দ্বিতীয় সর্বনিম্ন। সর্বনিম্ন ৫২.৪২, ২০০২ সালে পাকিস্তানের বিপক্ষে খালেদ মাসুদের।

আরও পড়ুন