ভারতকে ৯৫ রানে আটকে রেখেও জিততে পারেননি নিগাররা
লড়াইটা ছিল সিরিজ বাঁচানোর। সে লড়াইয়ে শুরুটাও হয়েছিল ভালো। ভারতের মেয়েদের ২০ ওভারে ৫ উইকেটে ৯৫ রানে বেঁধে ফেলতে পেরেছিল নিগার সুলতানার দল। কিন্তু ব্যাটিংয়ে হতাশ করেছে বাংলাদেশ নারী দল। সহজ ম্যাচটা কঠিন করে ফেলায় জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ১০ রান।
নাহিদা আক্তার-ফাহিমা খাতুনরা চ্যালেঞ্জটা নিতে পারেননি। ৮ রানের হারে তাই সিরিজও হারল বাংলাদেশের নারী ক্রিকেট দল। এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল হারমানপ্রীত কৌরের দল। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।
শেষ ওভারে শেফালি বর্মাকে দিয়ে বল করিয়েছেন ভারতের অধিনায়ক। তাঁর নিরীহ স্পিনেও শেষ ৪ উইকেট হারিয়ে ম্যাচটা হেরে যায় বাংলাদেশ। ৬ উইকেটে ৮৬ রান তোলা বাংলাদেশ শেষ ওভারে ১০ রানের চ্যালেঞ্জ নিতে পারেনি। প্রথম দুই বলে রাবেয়া (রানআউট) ও নাহিদা আউট হওয়ার পর চতুর্থ ও শেষ বলে ফাহিদা এবং মারুফাকেও তুলে নেন শেফালি। মাত্র ১ রানে ৩ উইকেট নিয়ে ভারতকে ৮ রানের জয় এনে দেন শেফালি। মোট ৩ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেওয়া শেফালির এটাই সেরা বোলিং।
বাংলাদেশের মেয়েদের ব্যাটিং শেষ ওভারের আগেও ভালো হয়নি। ২.৩ ওভারে ১২ রানের মধ্যে দুই ওপেনার শারমিন সুলতানা (৫) ও সাথী রানিকে (৫) হারায় বাংলাদেশ। এরপর চাপে পড়ে আর ম্যাচ বের করতে পারেনি। অধিনায়ক নিগার সুলতানা (৫৫ বলে ৩৮) ছাড়া কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। ভারতের হয়ে দীপ্তি শর্মাও ১২ রানে ৩ উইকেট নেন। ২ উইকেট মিন্নু মানির।
এর আগে ভারতের ইনিংসে অফ স্পিনার সুলতানা খাতুন ২১ রানে ৩ উইকেট। ২ উইকেট লেগ স্পিনার ফাহিমার। তাঁর বলে লং অনে স্বস্তিকা ভাটিয়ার দুর্দান্ত ক্যাচ নেন স্বর্ণা আক্তার। ভারতের হয়ে ১৪ বলে ১৯ রান করেন শেফালি বর্মা। ১৪ রান করেন আমানজত কৌর।