অনভিজ্ঞ দল নিয়ে ‘কঠিন চ্যালেঞ্জের’ সামনে বাংলাদেশ
২০০৯ সালের পর টেস্টে বাংলাদেশের জন্য বধ্যভূমিই হয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। টানা তিনটি সিরিজে ক্যারিবিয়ানে অসহায় আত্মসমর্পণই করেছিল বাংলাদেশ। এমন ইতিহাস নিয়ে এবার ওয়েস্ট ইন্ডিজে গিয়ে চমকে দিয়েছে বাংলাদেশ। প্রথম টেস্টটা বড় ব্যবধানে হারলেও কিংস্টন টেস্টটা জিতে সিরিজে ড্র করেছে।
সেই বাংলাদেশ এবার খেলতে নামছে ওয়ানডে। সেন্ট কিটসে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। সাফল্যের আলোয় ঝলমল করা ইতিহাসের এক পাতা সঙ্গে নিয়েই ওয়ানডে সিরিজটা খেলতে নামছে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ চারটি ওয়ানডে সিরিজেই জয়ী দলের নাম বাংলাদেশ। ২০১৮ ও ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে বাজে খেললেও দুবারই ওয়ানডে সিরিজ জিতে দেশে ফেরে বাংলাদেশ। দুই বছর আগে সর্বশেষ সিরিজে তো ক্যারিবীয়দের ক্যারিবিয়ানে ধবলধোলাই-ই করে বাংলাদেশ।
ওটা দুই বছরের পুরোনো স্মৃতি। বাংলাদেশের ওয়ানডে দলে থাকা তিনজন তো ক্যারিবিয়ানে সাফল্যের একদম টাটকা স্মৃতি নিয়েই খেলতে নামবেন। সৌম্য সরকার, আফিফ হোসেন ও রিশাদ হোসেনরা বাংলাদেশ সময় গতকাল সকালেই গায়ানায় অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গ্লোবাল সুপার লিগ নামের টি-টোয়েন্টি টুর্নামেন্টে।
টাটকা এই স্মৃতি সঙ্গী করে সৌম্যরা বাংলাদেশকে চ্যাম্পিয়নস ট্রফির আগে সর্বশেষ ওয়ানডে সিরিজে সাফল্য এনে দিতে পারবেন কি? কাজটা একটু কঠিনই। টেস্টের মতো এই সিরিজেও নেই সাকিব-মুশফিকের মতো বড় নাম।
এই সিরিজেও নেই মূল অধিনায়ক নাজমুল হোসেন, টেস্টের মতো এই সিরিজেও অধিনায়কত্ব করবেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের কোচ ফিল সিমন্সও কিংস্টন টেস্টে জয়ের পর বললেন অভিজ্ঞদের ছাড়া কাজটা কঠিনই হবে, ‘এটা আসলে খুব বড় এক পরীক্ষা, এই (টেস্ট) সিরিজের চেয়েও। অনেক সিনিয়র খেলোয়াড়কে আমরা পাচ্ছি না।’
অভিজ্ঞদের একজন মাহমুদউল্লাহ অবশ্য আছেন দলে। বাংলাদেশের খেলা সর্বশেষ ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে যিনি খেলেছেন ৯৮ রানের ইনিংস। তবে শারজায় ওই ম্যাচটি হেরেছে বাংলাদেশ, হেরেছে সিরিজও। ওয়ানডেতে অবশ্য বছর দেড়েক ধরেই খারাপ সময় যাচ্ছে বাংলাদেশের। সর্বশেষ পাঁচটি দ্বিপক্ষীয় সিরিজের চারটিতেই হেরেছে তারা।
শারজায় আফগানিস্তানের বিপক্ষে হারা সিরিজে দলে না থাকা উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস আছেন এই সিরিজে। লিটন অবশ্য ছিলেন টেস্টের দলেও। টেস্ট সিরিজে বাংলাদেশ দলে ছিলেন না, এমন খেলোয়াড় এই সিরিজে আছেন আটজন।
পারভেজ হোসেন, তানজিদ হাসান, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, নাসুম আহমেদ, রিশাদ হোসেন ও তানজিম হাসানরা নিশ্চয়ই চাইবেন এই সিরিজে ভালো করে চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা পাওয়ার দাবি করতে।
প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ ওয়ানডে সিরিজে হারিয়েছে ইংল্যান্ডকে। তবে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এখনো বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে দলটি। দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আছে ১০ নম্বরে, বাংলাদেশ ৯ নম্বরে। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ না পাওয়া ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের বিপক্ষে সিরিজটি খেলবে শাই হোপের নেতৃত্বে। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলা উইকেটকিপার ব্যাটসম্যান আমির জাঙ্গুর অভিষেক হয়ে যেতে পারে আজই।